কলকাতা: ফের নাচের মঞ্চের প্রতিযোগী অভিনয়ে! নতুন ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)-র হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন মোহনা (Mohona)। স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। 


ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো। সেই থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন। প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন। গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি। নিজের পরিচয় দিয়ে নায়িকা জানান, তিনি গৌরী। 


আরও পড়ুন: একরত্তি ইউভান এখন শুভশ্রীর 'জিম পার্টনার'!


কেবল বিশ্বরূপ ও মোহনা নন, এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), বোধিসত্ত্ব মজুমদার, মৌসুমী সাহা, চান্দ্রেয়ী ঘোষ, দ্বৈপায়ন দাসরা। এই ধারাবাহিকের সৌজন্যে প্রথমবার জুটি বাঁধছেন ভাস্বর চট্টোপাধ্যায় ও ঋ ওরফে ঋতুপর্ণা সেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্প্রচারের তারিখ নিয়ে।


গতকাল অর্থাৎ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দুকে নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রেমিকা শ্রুতি দাস Shruti Das)। তাঁর লেখায় ফুটে উঠেছে ভালোবাসা আবার স্বর্ণেন্দুর কঠিন সময়ের কথাও। শ্রুতি লিখছেন, 'যে সাত মাস তোমার কাজ ছিল না, টাকার জন্য দিনের পর দিন অপদস্থ হয়েছিলে। খুব কষ্ট থেকে বলেছিলাম আমি অপয়া,তাই তোমার জীবনে এই প্রথম কোথাও পরিচালনায় তোমার নাম যাচ্ছে না। তুমি বলেছিলে তুমি অপয়া না,এভাবেই পাশে থাকো, খুব তাড়াতাড়ি প্রযোজনায় আমার নাম দেখতে পাবে। আজ নাকি প্রমিস ডে? তোমার প্রমিস তুমি রেখেছো, রাখো, রাখবে। আগামীর জন্য় তোমায় শুভেচ্ছা স্বর্ণাভ।' (অপরিবর্তিত)


কেবল পরিচালনা নয়, এই ধারাবাহিকের প্রযোজকও স্বর্ণাভ। তবে এই ধারাবাহিকে শ্রুতি অভিনয় করছেন না।