নয়াদিল্লি : চন্দ্রযান-৩ এর (Chandrayaan-3 Mission) বিশাল সাফল্যে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের। ২৩ অগাস্টকে 'জাতীয় মহাকাশ দিবস' (National Space Day) ঘোষণা করল ভারত সরকার। চন্দ্রপৃষ্ঠে (Lunar Surface) ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ এবং প্রজ্ঞান রোভারের মোতায়েনকে স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত।


গত ২৩ অগাস্ট ISRO-র পাঠানো চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করে ভারত। এর সঙ্গে সঙ্গে চার বছর আগে চন্দ্রযান-২ ব্যর্থতার কষ্টও মুছে ফেলেন ইসরোর বিজ্ঞানীরা। কাজেই, মহাকাশ গবেষণায় এরকম একটা সাফল্যকে দেশবাসী যাতে মনে রাখে, সেই লক্ষ্যে ফি বছর এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।


 






কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '২৩ অগাস্ট, ২০২৩-এ চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ এবং প্রজ্ঞান রোভারের সফলভাবে মোতায়েন করেছে চন্দ্রযান-৩ । এর সাথে সাথে ভারত মহাকাশে যাওয়া দেশগুলির একটি অভিজাত গোষ্ঠীতে ঢুকে পড়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত এবং প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দিয়েছে। ঐতিহাসিক এই অভিযানের নির্যাসে আগামী বছরগুলিতে উপকৃত হবে মানবসভ্যতা। কাজেই, এই দিনটা দেশের মহাকাশ মিশনের অগ্রগতির একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। যা STEM-এর প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলবে এবং মহাকাশ ক্ষেত্রে উৎসাহ জোগাবে। তাই, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণ করতে প্রতি বছর ২৩ অগাস্ট জাতীয় মহাকাশ দিবস পালন করা হবে।'


২৩ অগাস্ট চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর, চাঁদের মাটিতে নেমে পড়ে ল্যান্ডার বিক্রমে থাকা প্রজ্ঞান রোভার। এরপর দক্ষিণ মেরুতে নানা রহস্য সন্ধানে পরীক্ষা-নিরীক্ষা চালায়। ২০১৯-এর ব্যর্থতার পর, এবারের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েন দেশবাসী। গোটা দেশজুড়ে উদযাপন শুরু হয়। এই পরিস্থিতিতে আগামী দিনে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন ISRO-র প্রধান এস সোমনাথ।