করোনা রুখতে রাজ্যের স্বার্থে চলুন, এক সঙ্গে কাজ করি, টুইট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাজ্যপালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 11:34 AM (IST)
ধনকড় বলেছেন, রাজ ভবনের সঙ্গে এবার লকডাউন শেষ করুন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কতা মেনে আমাদের ভুল শুধরে নেওয়া উচিত।
কলকাতা: করোনার সঙ্গে এখন সর্বশক্তি দিয়ে যুদ্ধ চালাচ্ছি আমরা। রাজ্যের স্বার্থেই এখন এক সঙ্গে কাজ করা উচিত। অতএব রাজভবনের সঙ্গে সম্পর্কের শীতলতা কাটান দয়া করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে অনুরোধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ধনকড় বলেছেন, রাজ ভবনের সঙ্গে এবার লকডাউন শেষ করুন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কতা মেনে আমাদের ভুল শুধরে নেওয়া উচিত। সোশ্যাল ডিসট্যান্সিং ও ধর্মীয় জটলা সংক্রান্ত নিয়ম মানার ব্যাপারে যে সব ঢিলেমি দেখা গিয়েছে, সে জন্য দায়ী করা হোক সংশ্লিষ্ট সরকারি কর্মীদের। দেখুন তাঁর টুইট