নয়াদিল্লি: নোভেল করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৬১ জনের। আক্রান্ত প্রায় ২ লাখ মানুষ। চিনের উহান থেকে যে মারণ ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তা কাঁপুনি ধরিয়েছে ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন জাপান সহ বহু দেশে। আফ্রিকার দেশগুলোতে প্রভাব খানিকটা কম হলেও সংক্রমণের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে যেভাবে মৃত্যু মিছিল বাড়ছে তাতে গোটা বিশ্বই ভয়ে, শঙ্কায় দিন কাটাচ্ছে। হু-এর তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে এই মারণভাইরাসের মোকাবিলা করতে হবে। স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, করোনা সংক্রমিত ব্যক্তির থেকে দূরত্ব রাখা, হাঁচি, কাশির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করা এবং করোনা উপসর্গ দেখা দিলে অতি অবশ্যই মাস্ক ব্যবহার করা। এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ চর্চায় হিন্দি ছবি ‘তেজাব’-এর কালোত্তীর্ণ গান ‘এক, দো, তিন’। করোনা চাপ কাটাতে এই গানেই নাচলেন গ্রিসে থাকা এক মাধুরী ভক্ত।


পড়ুন : ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা সংক্রমিত রোগী


ক্যাটেরিনা নামের ওই তরুণী মাধুরী দীক্ষিতের গানে নেচে রীতিমতো চর্চায়। রইল সেই ভিডিও।