বেনারস: কেন একজন অ-হিন্দুকে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হল? কে দিল এই অনুমতি? এতে মন্দিরের নিরপত্তা বিঘ্নিত হচ্ছে এবং যিনি এর জন্য দায়ী তাঁর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক। কাশী বিশ্বনাথে সারা আলি খানের পুজো দেওয়া নিয়ে এই সবই প্রশ্নই তুলছে কাশী বিকাশ সমিতি। সংবাদ সংস্থাকে প্রতিক্রিয়ায় এই সমিতির সম্পাদক জানিয়েছেন, “অভিনেত্রীর মন্দিরে প্রবেশ প্রতিষ্ঠিত আচার অনুষ্ঠান ও নিয়ম বিরুদ্ধ। অ-হিন্দুদের প্রবেশাধিকার নেই, মন্দিরের বাইরেই এই সাইনবোর্ড রয়েছে। তারপরও নিয়ম লঙ্ঘিত হওয়ায় মন্দিরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গেল।”








যদিও এই বিষয়ে দ্বিমত পোষণ করেছেন পূজারি অমরনাথ বাজপেয়ী। পুজো দেওয়ার সময় সারার মা অমৃতা সিংহ তাঁর সঙ্গেই ছিলেন। মুসলিম হয়েও হিন্দু ধর্মের প্রতি সারার আগ্রহ প্রশংসনীয়, এমনই মত তাঁর।


উল্লেখ্য, শুধু শিব উপাসনাই নয়, সন্ধ্যায় গঙ্গারতিও করেন সেফ আলি খানের কন্যা। প্রসঙ্গত, ‘অতরঙ্গি রে’ ছবির শ্যুটিংয়ের জন্য এখন বেনারসে রয়েছেন সারা। এই ছবিতে দক্ষিণী তারকা ধনুশ এবং বলিউডের খিলাড়ি অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।