রাজৌরি: স্বাধীনতা দিবসের আগেই হামলা শুরু। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বিজেপি নেতার বাড়িতে গ্রেনেড হামলা করল জঙ্গিরা। বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।


জঙ্গি হামলার বিষয়ে নিশ্চিত করেছেন জম্মুর এডিজিপি। তিনি জানান, খান্ডলির বিজেপি নেতা যশবীর সিংয়ের বাড়িতে বোমা ছুড়েছে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বৃহস্পতিবার রাতের দিকে এই হামলা হয়েছে। ২৪ ঘণ্টা আগেই রাজৌরিতে খুন করা হয় ২৪ বছরের এক যুবককে। সূত্রের খবর, স্থানীয়দের জম্মু-পুঞ্চ হাইওয়ে বন্ধ করে দিতে বলেছিলেন তিনি। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই খুনের তদন্তে থানায় অভিযোগ দায়ের হয়েছে।


উপত্যকার বাসিন্দারা বলছেন, স্বাধীনতা দিবসের আগে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ১৫ অগাস্ট উপলক্ষ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে কাশ্মীরে।এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের এসএসপি চন্দন কোহলি জানান, ড্রোনের মাধ্যমে সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় হোটেলগুলিতে তল্লাশি শুরু হয়েছে। গ্রাম ও শহর অঞ্চলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


তবে রাজৌরিতে বিজেপি নেতার বাড়িতে হামলার পাশাপাশি এদিনই কুলগামে বিএসএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গি সংঘর্ষে ৪ জন আহত হন। আহতদের মধ্যে দু'জন সেনা জওয়ান ছিলেন। সেনার তরফে জানানো হয়েছে, এদিন জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে আচমকা বিএসএফ কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। মালপোড়ার কাজিগুন্দ এলাকায় চলে এই গুলির লড়াই। শ্রীনগর থেকে জম্মু আসার সময় জওয়ানদের ওপর হামলা চালায় জঙ্গিরা।


তবে এই প্রথমবার নয়। গত বছরও এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।জম্মু-কাশ্মীরের বাদগামে ওই নেতার ওপর হামলা চালায় কিছু জঙ্গি। যাতে গুরুতর আহত হন ওই নেতা। পরের দিন মারা যান তিনি। প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে ভারতে হামলার ছক কষে জঙ্গিরা। যার জেরে রাজধানী দিল্লি ছাড়াও জনবহুল শহরগুলিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়।