নয়া দিল্লি: দেশজুড়ে বাড়ছে করোনা- ওমিক্রন। এই আবহে কেন্দ্রের তরফে জানান হয়েছে মাস্ক বিধি বজায় রাখতে। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মাস্ক না পরেই ব্যাঙ্কে ঢুকে পড়লেন এই ব্যক্তি। শুধু তাই নয়, ব্যাঙ্কে ঢুকতে গেলে সুরক্ষাকর্মী ওই ব্যক্তিকে আটকালে গার্ডকে সপাটে চড় মেরেই ব্যাঙ্কে ঢুকে গেলেন ওই ব্যক্তি।


ঘটনাটি ঘটেছে দিল্লির ছতারপুর এলাকায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মাস্ক না পরেই ব্যাঙ্কে ঢোকার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এরপর বাক্যালাপে উত্তেজনা ছড়ায়। গার্ড বাধা দিতে গেলে তাঁকে চড় মেরেই ব্যাঙ্কে ঢোকার চেষ্টা করেন ব্যক্তি। 



দিল্লি পুলিশ জানিয়েছে, ছতারপুরে মাস্ক না পরে ব্যাঙ্কে ঢুকতে বাধা দেওয়ায় এক ব্যক্তি গার্ডকে মারধর করেন। কর্মীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলে অভিযুক্ত তার সহযোগীদের ডেকে ব্যাঙ্ক ভাঙচুর করে এবং কর্মীদের লাঞ্ছিত করে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। 


এদিকে,  ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩।  


১৪০ কোটির দেশে করোনার ঢেউ নতুন করে বাড়তে পারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জাজ বিসনেস স্কুলের অধ্যাপক পল কাট্টুমান বলেন, ভারতে আর কয়েকদিনের মধ্যে এই করোনা ভাইরাস বাড়তে পারে। তিনি জানিয়েছেন, এই সপ্তাহের মধ্যে নতুন সংক্রমণ বাড়তে শুরু করবে। 


কাট্টুমান এবং তার গবেষকদের দল, ইন্ডিয়া কোভিড ট্র্যাকারের মাধ্যমে এই সংক্রমণের তীব্রতা বৃদ্ধির বিষয়টি দেখেছে। ছ'টি রাজ্যকে 'উদ্বেগজনক' হিসেবে বলা হয়েছে। ৫ শতাংশের বেশি বৃদ্ধি পাবে সংক্রমণ। ইতিমধ্যেই ১১ রাজ্যে ওমিক্রন বৃদ্ধি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।