ভাদোদরা, গুজরাত: গুজরাতে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। হ্রদের মাঝে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক স্কুল পড়ুয়ার। পিটিআই-রিপোর্ট অনুযায়ী একটি পিকনিকের সময় এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে এখনও পর্যন্ত ১৪ জন পড়ুয়া জলে ডুবে মারা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ২ জন শিক্ষকও। গুজরাতে ভাদোদরায় হরনি মতনাথ হ্রদে এই দুর্ঘটনা ঘটেছে।


সূত্রের খবর, দুর্ঘটনার সময় ২৭ জন পড়ুয়া ছিল ওই নৌকায়। এএনআই এর সূত্র অনুযায়ী দুর্ঘটনার পরে ১০ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের জন্য খোঁজ শুরু করেছে উদ্ধারকারী দল। 


 






এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। X হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে তিনি লিখেছেন, 'নিষ্পাপ শিশুরা যারা মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই কষ্ট সহ্য করার জন্য ভগবান ওদের শক্তি দিক। উদ্ধারকাজ এখন চলছে।'   


গুজরাতের (Gujarat) ভাদোদরায় নৌকাডুবির (Boat capsized) ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। নিহতদের পরিবারেরর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।


 



গুজরাতের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কড়া শাস্তি হবে। এই ঘটনা নিয়ে রাজ্য সরকার অত্যন্ত উদ্বিগ্ন এবং প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।  


ভাদোদরার জেলাশাসক জানিয়েছেন, ওই নৌকায় ২৭ জন পড়ুয়া ছিলেন। বাকিদের খোঁজার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।


পিটিআই সূত্র অনুযায়ী,  ভাদোদরায় চিফ ফায়ার অফিসার পার্থ ব্রক্ষ্মভাট জানিয়েছেন, 'পিকনিকে এসেছিল ওই দল। ওই নৌকায় পড়ুয়ারা ছিল। হ্রদের জলে হঠাৎ উল্টে যায় নৌকাটি।'


এই ঘটনার গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেতা সোনু সুদ। এমন আইন আনা উচিত যাতে লাইফ জ্যাকেট ছাড়া নৌকা ভাসতেই না পারে। 
           


আরও পড়ুন: ডাকটিকিটে রামায়ণের চরিত্র, রয়েছে আরও চমক! উদ্বোধন মোদির