হুগলি: ভর সন্ধেয় হুগলির (Hooghly) রিষড়ায় শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক। আনা হল SSKM-এ। পুলিশ সূত্রে খবর, মুখ ঢাকা অবস্থায় বাড়ির কাছেই হামলা চালায়ে ৪ দুষ্কৃতী। আক্রান্ত নিজেও একটি খুনের মামলায় অভিযুক্ত। 


রিষড়ায় শ্যুটআউট: গুলিবিদ্ধ যুবকের নাম দীপক জয়সওয়াল(২৫)। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার ঘটনা বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়ির কাছেই ছিলেন দীপক। পুলিশ সূত্রে খবর, সেই সময় তিন থেকে চার জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে SSKM হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হন চন্দননগর পুলিশের ডিসি, এসিপি, রিষড়া থানার পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামালায় অভিযুক্ত। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।


একাধিক শ্যুটআউটের ঘটনা: এর আগে গতকাল রাতে মুর্শিদাবাদের রানিনগরে শ্যুটআউটের ঘটনা ঘটে। মাঝরাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে ঘুম থেকে তুলে গুলি করে দুষ্কৃতীরা। অভিযোগের তির বিজেপির দিকে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী মনোজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকে গুলি লাগে। এই ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ। তৃণমূল কর্মী মনোজের বাড়ি মালিবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ডারপাড়া এলাকায়। অভিযোগ, গতকাল রাত ১২টা নাগাদ তাঁর বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত চার দুষ্কৃতী। দরজা খুলতেই তারা প্রথমে তৃণমূল কর্মীকে মারধর করে, এরপর পরপর তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি। চলতি সপ্তাহেই উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের শ্যুটআউটের ঘটনা ঘটে। ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: East Midnapore: কলকাতার পর এবার হলদিয়া, রামমন্দির উদ্বোধনের আগে গীতাপাঠের আয়োজন