আহমেদাবাদ : গুজরাতের বিধানসভা ভোটে (Gujrat Assembly Election) জিতে আবার ক্ষমতায় ফিরতে পারে বিজেপি (BJP)। গতবারের থেকে আসন কমতে পারে কংগ্রেসের (Congress)। প্রথম দফার ভোটের দু’দিন আগে, সি ভোটারের সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে।


নরেন্দ্র মোদি-অমিত শাহর অগ্নিপরীক্ষা - ২০২৪’এ দেশে লোকসভা ভোট। নরেন্দ্র মোদি-অমিত শাহর অগ্নিপরীক্ষা। তার আগে যেসব রাজ্যের বিধানসভা ভোটের দিকে, গোটা দেশের নজর রয়েছে তার মধ্যে অন্যতম মোদি-শাহর নিজের রাজ্য গুজরাত।


কী হতে চলেছে সেখানে ? ২৭ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপি কি এবারও ক্ষমতার রাশ নিজেদের হাতেই রাখবে ? আগেরবারের মতো কংগ্রেস কি বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলতে পারবে ? পাঞ্জাবে চমক দিয়ে ক্ষমতায় আসার পর গুজরাতে আম আদমি পার্টির ফল কেমন হবে ?


ফিরতে পারে বিজেপি- প্রথম দফার ভোটের দু’দিন আগে, গুজরাতবাসীর সঙ্গে কথা বলে, তার আভাস পাওয়ার চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা সি ভোটার। এই সমীক্ষায় উঠে এসেছে, ১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভা ভোটে ১৩৪ থেকে ১৪২টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপিই।


অনেক পিছিয়ে থাকা কংগ্রেস পেতে পারে ২৮ থেকে ৩৬টি আসন। ৭ থেকে ১৫টি আসন পেতে পারে কেজরিওয়ালের দল। অন্যান্য দলের ঝুলিতে সর্বোচ্চ ২ টি আসন যেতে পারে।


ভোটের শতাংশ - সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, প্রাপ্ত ভোটের হারেও স্বস্তিজনক জায়গাতেই থাকতে পারে বিজেপি। সমীক্ষা বলছে, গুজরাতে বিজেপি এবার প্রায় ৪৬ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস পেতে পারে প্রায় ২৭ শতাংশ ভোট। আম আদমি পার্টি ২১ শতাংশ এবং অন্যান্য দল ৬ শতাংশ ভোট পেতে পারে। 


নভেম্বরের চতুর্থ সপ্তাহে সি ভোটারের এই সমীক্ষা চালানো হয়েছে CATI পদ্ধতিতে। ১৮২টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১৯ হাজার ২৭১ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে। মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ থেকে প্লাস মাইনাস ৫ শতাংশ। 


গত বিধানসভার ফলাফল -  ২০১৭ সালে গুজরাতের বিধানসভা ভোটে বিজেপি ৯৯টি আসন ও ৪৯ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস ৭৭টি আসন পেয়েছিল। তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৪১ শতাংশ। অন্যান্য দল ৬টি আসন ও প্রায় ১০ শতাংশ ভোট পেয়েছিল।


পয়লা ডিসেম্বর ও ৫ ডিসেম্বর দু’দফায় গুজরাতে বিধানসভা ভোট। ফল ঘোষণা ৮ ডিসেম্বর। 


আরও পড়ুন- ভোটের ডিউটিতে রক্তারক্তিকাণ্ড, একে-৪৭ থেকে এলোপাথাড়ি গুলি, গুজরাতে নিহত আধাসেনার ২ জওয়ান