মুম্বই: বাগানের মধ্যে খোলা রয়েছে বিশাল একটা বই। সেখানে লেখা কবিতা.. একটু ভাল করে দেখলেই বোঝা যাবে, বই নয়, বিশাল এই বই আসলে একটি আস্ত বেঞ্চ। পোল্যান্ড থেকে তৈরি করিয়ে আনা এই বিশেষ ধরনের বেঞ্চ স্থাপিত হল অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)-এর বাড়ি, জলসায়।
বইয়ের যে পাতাকে ফুটিয়ে তোলা হয়েছে বেঞ্চের ওপর সেখানে লেখা রয়েছে 'মধুশালা'। এই লেখাটি অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চনের একটি লেখা। অমিতাভ বচ্চনের সংগ্রহে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ বই হয় এই 'মধুশালা'। কিছু সময় আগে অমিতাভ এই বইয়ের কবিতা পাঠ করে অমিতাভ তা নিলামে তুলেছিলেন।
আরও পড়ুন: Top Entertainment News Today: উরফি-চেতন বিতর্ক, 'পাঠান'-এর নতুন চমক, বিনোদনের সারাদিন
আর এবার বাবার স্মরণে একটি আস্ত বেঞ্চকে বইয়ের আকারে নিজের বাড়ির বাগানে বসালেন অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় তিনি ভাগ করে নিয়েছেন এই বই বেঞ্চের ছবিও। অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, বাবার স্মৃতির উদ্দেশে ও তাঁকে, তাঁর কাজতে সম্মান জানাতেই তিনি এই বেঞ্চটি তৈরি করিয়েছেন। পোল্যান্ড থেকে আনা এই বেঞ্চ এখন থেকে শোভা পাবে 'জলসা'-র সুসজ্জিত বাগানে।
অমিতাভ লিখছেন, 'বাবুজীর স্মরণে এই বেঞ্চটি আজ জলসার লনে স্থাপন করা হল। এই সূচনা মঙ্গলময় হোক। বাবুজীর দুই বাহু, মন ও দেহের সংস্পর্শে আমি নিজেকে উজ্জীবিত করব। নিমজ্জিত হব প্রার্থনায়, ভক্তিতে।' এদিন অমিতাভ তাঁর বাসভবনের বাইরে এসে অনুরাগীদের সঙ্গে দেখা সাক্ষাৎও করেন।