নয়াদিল্লি: অক্টোবর মাসে বিধানসভা নির্বাচন হরিয়ানায়, তার আগে ফের 'ছুটি' নিয়ে জেল থেকে বেরিয়ে এলেন গুরমিত রাম রহিম সিংহ। ২১ দিনের প্যারোল মঞ্জুর হয়েছে ডেরা সাচা সওদা প্রধানের। মঙ্গলবার সকালেই জেল থেকে বেরিয়ে এসেছেন তিনি।  সকাল ৬.৩০টা নাগাদ রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে আসেন। আপাতত উত্তরপ্রদেশের বাগপতে ডেরার আস্তানায় তিনি থাকবেন বলে জানা গিয়েছে। এদিন সকালে বিলাসবহুল গাড়ির কনভয় জেলে ঢোকে। গাড়িতে চেপে, ভিভিআইপি ফটক দিয়ে বেরিয়ে যান রাম রহিম। (Gurmeet Ram Rahim Singh)


হরিয়ানার সিরসায় ডেরা-র আশ্রমে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেল হয় রাম রহিমের। পাশাপাশি, একাধিক খুনের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু বারং বার আদালত থেকে প্যারোল আদায় করে নিয়েছেন তিনি। বার বার তাঁর প্যারোল এবং ছুটির আবেদন মঞ্জুর করা নিয়ে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আবেদনও জমা পড়ে। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত। রাম রহিমের ২১ দিনের 'ছুটি' মঞ্জুর করা হয়। (Dera Sacha Sauda)


রাম রহিমের প্যারোল এবং ছুটি'র বিরোধিতা করে আদালতে আবেদন জানিয়েছিল শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি। কিন্তু আদালত জানায়, কোনও রকম স্বেচ্ছাচারিতা এবং পক্ষপাতিত্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরই এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে। হরিয়ানা কারা বিভাগের উপর রাম রহিমের 'ছুটি' মঞ্জুরটি ছেড়ে দেয় আদালত। শেষ পর্যন্ত জেল থেকে বেরিয়ে এলেন রাম রহিম।



আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, CBI তদন্তের 'আশা' অভিনেত্রীর



শুধুমাত্র ধর্মগুরু হিসেবেই নয়, রাজনৈতিক ভাবেও প্রভাব-প্রতিপত্তি রয়েছে রাম রহিমের। তাই হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে তাঁর 'ছুটি' মঞ্জুর হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বার বার কোন যুক্তিতে রাম রহিম জেলের বাইরে বেরিয়ে আসছেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। এ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। যদিও ১৫ অগাস্ট জন্মদিন পালন করতেই রাম রহিম 'ছুটি' নিয়েছেন বলে ডেরা-সূত্রে জানা যাচ্ছে।


এর আগে, চলতি বছরের জানুয়ারি মাসে ৫০ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম। ২০২৩ সালের নভেম্বর মাসে ২১ দিনের, সেবছর জুলাই মাসে ৪০ দিন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩০ দিন, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৮৩ দিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে আসেন রাম রহিম।  ২০২৩ সালে ৪০ দিনের প্যারোলে বেরিয়ে তরোয়াল দিয়ে পেল্লাই কেকও কাটতে দেখা যায় তাঁকে। গত দু'বছরে আট বার প্যারোল এবং 'ছুটি'তে জেল থেকে বেরিয়ে আসেন তিনি।