গুয়াহাটি: জিভে জল আনা ফুচকায় মেশানো হচ্ছে প্রস্রাবের জল(Urine In Paanipuri)।নিজের প্রস্রাব টক জলে মিশিয়ে বিক্রি করতেন দোকানি। সম্প্রতি অসমের ফুচকাওয়ালার এ হেন কাণ্ড দেখে রাগে ফুঁসছে সোশ্যাল মিডিয়া (Social Media)। নেট দুনিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।


কীভাবে প্রকাশ্যে এই ভিডিয়ো ? (Urine In Paanipuri Water Video)
অসমের ফুচকাওয়ালার এই 'কীর্তি' সামনে এনেছেন মামুন খান। সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডেল @Mk817Khan থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়ো। ২০ সেকেন্ডের এই ভিডিয়ো ফুটেজে স্পষ্ট ফুটে উঠেছে ফুচওয়ালার 'কর্মকাণ্ড'। যেখানে দিনের বেলায় মগে করে ফুচকার টক জলে প্রস্রাব মেশাতে দেখা গিয়েছে তাকে। গুয়াহাটির আটগাঁও এলাকা থেকে তোলা হয়েছে এই ভিডিয়ো।



এখন কোথায় ফুচকাওয়ালা ? (Police arrested Paanipuri Vendor)
মামুন খান জানিয়েছেন, ইতিমধ্যেই ফুচকার জলে প্রস্রাব মেশানোর জন্য গ্রেফতার করা হয়েছে দোকানিকে। ভিডিয়ো ভাইরাল হতেই স্থানীয় পুলিশের নজরে আসে ফুচকাওয়ালার কীর্তি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনও সামনে আসেনি।


মামুন খানের পোস্ট (Mamun Khan on Urine In Paanipuri)
গত ২০ অগাস্ট ট্যুইটারে এই ভিডিয়ো পোস্ট করেন মামুন খান। পোস্টে তিনি লেখেন, ''জঘন্য! গুয়াহাটিতে ফুচকায় প্রস্রাব মেশানোর ভিডিয়ো ভাইরাল হতে গ্রেফতার করা হয়েছে দোকানিকে।'' মামুনের এই ভিডিয়ো সমনে আসতেই কমপক্ষে ২০.৪ হাজার ভিউয়ারশিপ পেয়েছে এই ফুটেজ। ভিডিয়ো দেখে মুখরোচক ফুচকাতেই অরুচি হয়েছে নেটিজেনদের। অনেকেই জানিয়েছেন, এবার থেকে আর ফুচকা খাবেন না তাঁরা। তবে ফুচকাওয়ালার চরম সাজা চেয়েছেন বেশিরভাগ ভিউয়ারস।


তবে ফুচকায় প্রস্রাব মেশানোর ঘটনা এই প্রথম নয়।গত বছরই মহারাষ্ট্রে প্রকাশ্যে এসেছিল এরকম এক ঘটনা। যেখানে কোলহাপুরের এক ফুচকাওয়ালার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। পরবর্তীকালে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রায় ৩০০ ফুচকার দোকান ভেঙে দেয়।প্রায় একই ঘটনা ঘটে গুজরাতে।বাথরুম পরিষ্কারের রাসায়নিক ফুচকায় মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে এক ফুচকাওয়ালা। পরে তার ৬ মাসের জেল হয়।