নয়াদিল্লি: ৮৭তম বায়ুসেনা দিবসে অভিনন্দন বর্তমানকে ফ্লাইং প্যারেডে নেতৃত্ব দিতে দেখে শিহরিত সচিন তেন্ডুলকর। টুইট করে তাঁর সেই অনুভূতির কথা জানালেন মাস্টার ব্লাস্টার নিজেই।


মঙ্গলবার হরিয়ানার হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে হাজির ছিলেন সচিন। সেখানেই একটি প্রদর্শনীতে মিগ ২১ বাইসন বিমান চালান অভিনন্দন। যা দেখে উচ্ছ্বসিত সচিন। টুইট করেন, ‘৮৭তম বায়ুসেনা দিবসে মিগ ২১ বাইসন উড়িয়ে ফ্লাইং প্যারেডকে নেতৃত্ব দিচ্ছে অভিনন্দন বর্তমান। ওর সাহস আর ইচ্ছেশক্তি আমাদের কাছে অনুপ্রেরণা। আজ ওকে প্যারেডকে নেতৃত্ব দিতে দেখে শিহরিত হয়েছি।’



সচিন বায়ুসেনার সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেন। মঙ্গলবার স্ত্রী অঞ্জলিকে নিয়ে তিনি হরিয়ানায় হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠান দেখেন। তাঁকে স্বাগত জানান বায়ুসেনার অফিসারেরা। বায়ুসেনা প্রধান বিপিন রাওয়াত-সহ সমস্ত বড় অফিসারের ছিলেন অনুষ্ঠানে।

তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বালাকোট এয়ারস্ট্রাইকের অন্যতম নায়ক অভিনন্দন।