G এখন দেশে লকডাউনের চতুর্থ পর্যায়। চলবে ৩১ তারিখ পর্যন্ত। তবে লকডাউনের পরেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছেন, ৬,০৮৮ জন। করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩,৫৮৩। রোজ বাড়ছে আক্রান্ত, কেন্দ্র বলল, লকডাউন না হলে করোনা সংক্রমিতের সংখ্যা অনেক বেশি হত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 May 2020 07:52 PM (IST)
এখন দেশে লকডাউনের চতুর্থ পর্যায়। চলবে ৩১ তারিখ পর্যন্ত। তবে লকডাউনের পরেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাখ ছাড়িয়ে গিয়েছে।
নয়াদিল্লি: প্রতিদিন ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পুরনো নম্বরকে ছাপিয়ে রেকর্ড করছে। অথচ কেন্দ্র দাবি করল, লকডাউন না হলে করোনা আক্রান্তের সংখ্যা অকল্পনীয়রকম বেশি হত, এখনকার সঙ্গে তুলনাতেই আসত না। স্বাস্থ্য মন্ত্রকের এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগ সদস্য ভিকে পাল বলেছেন, ৩ এপ্রিল থেকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা নিয়মিতহারে কমছে, এই পতনের কারণ দেশজুড়ে লকডাউন। যদি লকডাউন না হত, এই সংখ্যা অনেক বেশি হত। ভিকে পাল বলেছেন, লকডাউনের ফলে করোনা আক্রান্তের সংখ্যা যেমন কমেছে, তেমন উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃতের সংখ্যা। লকডাউনের আগে ও পরে পরিস্থিতির আকাশপাতাল পরিবর্তন হয়েছে বলে দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, গতকাল পর্যন্ত করোনা কেস শুধু কয়েকটি রাজ্য, শহর বা জেলায় সীমাবদ্ধ রয়েছে। ৫টি রাজ্যে ৮০ শতাংশ করোনা কেস, ৫টি শহরে ৬০ শতাংশের বেশি ও ১০টি রাজ্যে ৯০ শতাংশের বেশি, ১০টি শহরে ৭০ শতাংশের বেশি।