মুম্বই: প্রিয় নায়কের জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করে চলেছেন শাহরুখ খান অনুরাগীরা। পাশাপাশি আশা প্রকাশ করছেন, জন্মদিনেই শাহরুখ ইতি টানবেন তাঁদের অপেক্ষায়, নিজের আগামী ছবি ঘোষণা করবেন। গত জন্মদিনেও তাঁরা এই আশায় ছিলেন কিন্তু তা পূর্ণ হয়নি।
সত্যিই কি এবার অনুরাগীদের প্রতীক্ষায় দাঁড়ি টানবেন শাহরুখ? ২০১৮-য় মুক্তি পাওয়া জিরো তাঁর শেষ ছবি, সেটি সুপারফ্লপ হয়। তারপর থেকে আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। তখন থেকে অনুরাগীরা অপেক্ষা করছেন, নতুন ছবির কথা জানাবেন তিনি। গত জন্মদিনেও শোনা গিয়েছিল, ফ্যানদের চমক দেবেন শাহরুখ। কিন্তু কিং খানের হাতে তেমন কাজ কোথায়।
শাহরুখ ফ্যানদের সঙ্গে টুইটার-আলোচনায় বলেছিলেন, শিগগিরই নয়া ছবির কথা জানাবেন। তারপর ১ বছর কেটে গিয়েছে। তাঁর আগামী ছবি নিয়ে সংবাদ মাধ্যমে নানা কানাঘুষো শোনা গেলেও আধিকারিক স্তরে কিছু জানা যায়নি। মাঝে মাঝে শোনা গিয়েছে, তিনি শ্যুটিং করছেন, অমুক প্রযোজক দেখা করেছেন তাঁর সঙ্গে কিন্তু সে সবের কোনও প্রমাণ মেলেনি।
অন্যান্যবার তাঁর মান্নত বাংলোর সামনে ভিড় করে জন্মদিনের শুভেচ্ছা জানান অনুরাগীরা। কিন্তু এবার করোনার জেরে তা আর হবে না। শাহরুখ নিজেও অনুরোধ করেছেন যাতে ভিড় না জমা হয়। তাঁর কথায়, ইস বার কা পেয়ার.. থোড়া দূর সে ইয়ার। তবে শাহরুখ এখন মুম্বইতে নেইও। তিনি এখন দুবাইতে, আইপিএল চলছে সেখানে। নিজের পরিবার ও টিম কেকেআরের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি।
Happy Birthday SRK: শেষ ছবি জিরো সুপারফ্লপ, অনুরাগীরা এখনও শাহরুখের নয়া ছবি ঘোষণার অপেক্ষায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 11:33 AM (IST)
মাঝে মাঝে শোনা গিয়েছে, তিনি শ্যুটিং করছেন, অমুক প্রযোজক দেখা করেছেন তাঁর সঙ্গে কিন্তু সে সবের কোনও প্রমাণ মেলেনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -