তিরুঅনন্তপুরম: যে মহিলাদের মর্যাদাবোধ রয়েছে, ধর্ষণের পর হয় তাঁরা আত্মহত্যা করবেন, নয়তো চেষ্টা করবেন আর যেন ধর্ষিত না হতে হয়। এমনই মন্তব্য করেছেন কেরলের কংগ্রেস সভাপতি মুল্লাপাল্লি রামচন্দ্রন। রাজ্যের এলডিএফ সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে এক প্রতিবাদ সভায় এ কথা বলেছেন তিনি।
সৌরশক্তি সংক্রান্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত এক মহিলা কিছুদিন আগে স্থানীয় এক কংগ্রেস নেতার বিরুদ্ধে ধর্ষণের নালিশ করেছেন। সে ব্যাপারে বলতে গিয়ে রামচন্দ্রন বলেন, ও রকম মহিলাকে কেউ বিশ্বাস করে না। যদি আপনি (মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন) ভাবেন, এক দুশ্চরিত্র মহিলাকে দিয়ে আমাদের টার্গেট করবেন, রাজ্যের মানুষ তা বিশ্বাস করবে না। যদি কেউ বলে, একবার ধর্ষণ হয়েছে, বোঝা যায়। কিন্তু ওই মহিলা বলছেন, প্রত্যেকে তাঁকে ধর্ষণ করেছে। ধর্ষণ হলে আত্মমর্যাদা থাকা মহিলার আত্মহত্যা করা উচিত, বা চেষ্টা করা উচিত, আর যেন এমন না হয়। বলেছেন তিনি।
রামচন্দ্রনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন দল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কে কে শৈলজা বলেছেন, এ ধরনের কথা যৌনগন্ধী, অনুচিত। উনি বলেছেন, ধর্ষিতার আত্মমর্যাদা থাকলে আত্মহত্যা করা উচিত। ধর্ষণ কি কোনও মহিলার দোষ? যে মহিলারা আত্মহত্যা করেন না, তাঁদের মর্যাদা নেই? ধর্ষিতা অপরাধী নন। যারা ধর্ষণ করেছে তারা অপরাধী, তাদের শাস্তি দিতে হবে। ধর্ষণের শিকার ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হন। তাঁদের যিনি আত্মহত্যার পরামর্শ দেন, তিনি মানসিকভাবে ভয়ানক।
সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করে রামচন্দ্রন বলেছেন, যদি বলা হয়, ওই মন্তব্য নির্দিষ্ট কারওকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তবে আমি দুঃখিত। তবে তাঁর দাবি, তাঁর বক্তব্য নারীবিদ্বেষী নয়। তাঁর কথার উদ্দেশ্য ছিল শুধু ক্ষমতাসীন বাম সরকারের অবনতি তুলে ধরা।
সম্মানবোধ থাকলে ধর্ষিতা আত্মহত্যা করবেন, বললেন কেরলের কংগ্রেস সভাপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 08:55 AM (IST)
ধর্ষণ হলে আত্মমর্যাদা থাকা মহিলার আত্মহত্যা করা উচিত, বা চেষ্টা করা উচিত, আর যেন এমন না হয়। বলেছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -