মুম্বই: করোনা লকডাউনের সময় কিছুটা অপ্রত্যাশিতভাবেই দুর্গতদের পাশে এসে দাঁড়ান ‘ভিলেন’ সোনু সুদ। দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের অর্থে বাড়ি ফিরিয়েছেন তিনি, এমনকী বিদেশে আটকে পড়া ভারতীয়দেরও দেশে ফিরিয়ে এনেছেন। পাশাপাশি একই দক্ষতায় সোশ্যাল মিডিয়ায় সামলেছেন মজার সব উপরোধ।

আজ সোনুর জন্মদিন। ৪৭-এ পড়েছেন তিনি। বলিউড তাঁকে যে জনপ্রিয়তা দিতে পারেনি, তাই দিয়েছে মানুষের পাশে স্বতঃস্ফূর্তভাবে তাঁর এই এসে দাঁড়ানো। দেখুন টুইটারে তাঁর কিছু চমকপ্রদ হাজির জবাব-

এক মহিলা লকডাউনে ২ মাস ধরে স্বামীর সঙ্গে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সোনুকে তিনি অনুরোধ করেন, হয় স্বামীকে অন্যত্র নিয়ে যেতে অথবা তাঁকে মায়ের কাছে রেখে আসতে। জবাবে সোনু বলেন, তাঁর প্ল্যান আরও ভাল, চলুন, দুজনকেই গোয়া পৌঁছে দিই।


এক মহিলা লকডাউনে বিউটি পার্লার যেতে পারছিলেন না বলে অস্থির হয়ে পড়েছিলেন। সোনুকে বলেন, আড়াই মাস পার্লার যাইনি, একটা কিছু ব্যবস্থা করুন। সোনু বলেন, সালোঁ গিয়ে করবেনটা কী, সালোঁর লোকজনকে তো তাঁদের গ্রামে রেখে এসেছি। যদি তাঁদের গ্রামে গিয়ে হাজির হতে চান, আমাকে জানাবেন।


এক অনুরাগী আবার মদের দোকানে যেতে চেয়েছিলেন। সোনু বলেন, ভাই, তোমাকে ঠেক থেকে ঘরে পৌঁছে দিতে পারব আমি, দরকার পড়লে জানিও।


আর একজন বলেছিলেন, দাদা, বান্ধবী বিহারে আছে, দেখা করিয়ে দিন। সোনুর মজার ছলে জবাব, কদিন দূরে থাক ভাই। তোমার প্রেমের পরীক্ষা হয়ে যাবে।

সাইক্লোন নিসর্গ আছড়তে পড়তে পারে আশঙ্কায় মাঝে সরগরম হয়েছিল মুম্বই। একজন একটি মিম শেয়ার করেছিলেন, তাতে লেখা ছিল, সোনু নিসর্গের জন্য অপেক্ষা করছেন, যাতে তাকে বাড়ি ফেরত পাঠাতে পারেন।  ইসকো ভি ছোড় কর আতা হুঁ, জবাবে লেখেন সোনু।