নয়াদিল্লি: আগামী মাসে শুরু হচ্ছে বিশাল টিকাকরণ অভিযান। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালিত সরকার 'হর ঘর দস্তক' নামের কর্মসূচি শুরু করতে চলেছে নভেম্বর মাস থেকে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বুধবার জানান যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস স্বাস্থ্যকর্মীরা প্রত্যেক সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে করোনা টিকা দিয়ে আসবেন। এক্ষেত্রে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ দুইই দেওয়া হবে। 


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরে এই ঘোষণা করেন মনসুখ মাণ্ডব্য। তিনি জানান যে, ভারতের মোট জনসংখ্যার ৭৭ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনা টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন। '৩২ শতাংশ মানুষ টিকার দুটি ডোজই নিয়েছেন,' বলেন তিনি। খবর এএনআই সূত্রে।


প্রায় ১০ কোটিরও বেশি দেশবাসী এখনও দ্বিতীয় ডোজ নেননি এই কথা জানিয়ে তিনি বলেন যাঁদের যাঁদের দ্বিতীয় ডোজের সময় হয়ে গেছে তাঁদের কোর্স সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন।


দেশব্যাপী টিকাকরণ ড্রাইভের অংশ হিসেবে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে টিকা সরবরাহ করছে। 


এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এখনও পর্যন্ত প্রায় ১০৭.৮১ কোটিরও বেশি টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো হয়েছে। 


সম্প্রতি দেশ ১০০ কোটির ভ্যাকসিন ডোজের মাইলস্টোন ছুঁয়েছে। তার একদিন পরই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা-কালে এই নিয়ে দশম বার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।  


এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা-কালে কর্তব্য পালন করেছে দেশ। আর তাতে সাফল্যও এসেছে। তিনি বলেন, ‘একশ কোটি ভ্যাকসিনেশনের অসাধারণ সাফল্য পেয়েছে দেশ। এই সাফল্য গোটা দেশের, দেশবাসীকে এর জন্য অভিনন্দন। তিনি আরও বলেন, ‘কঠিন লক্ষ্য নির্ধারণ করে, তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে।’


আরও পড়ুন: KTS Tulsi Update: 'জীবনযাপনে জরুরি মাদক! গুটখা, তামাকের মতোই এতে ছাড় দেওয়া উচিত!' রাজ্যসভার সাংসদের মন্তব্যে বিতর্ক চরমে