শ্রীনগর: দু'দিন আগে দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। আর এরপর পাকিস্তানের হয়ে জয় 'উদযাপন' করার জন্য আটক হতে হল শ্রীনগরের বহু ছাত্র, এমনকি শিক্ষককেও। এর আগে শ্রীনগরে মেডিক্যাল ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও দায়ের হয়েছে। এই ঘটনার একদিন পর ফের আরও ১২ জনকে আটক করা হল।
সূত্রের খবর, ৭ জনকে আটক করা হয়েছে, ৪ জনকে রাখা হয়েছে জেল হেফাজতে। এঁদের মধ্যে তিন ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এমনকী, উদয়পুরের একটি বেসরকারি স্কুল পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের জন্য একজন শিক্ষককে বহিষ্কার করেছে। জম্মু-কাশ্মীর বিজেপির প্রধান রবিন্দর রায়না বলেছেন, "পুলিশ, সিআইডি এবং এনআইএ (যারা পাকিস্তানের বিজয় উদযাপন করেছে) এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তাঁদের সবাইকে জেলে পাঠানো হবে।"
আরও পড়ুন, বরফের চাদরে ঢাকল কেদারনাথ, তীর্থযাত্রীদের ভিড় দেবভূমিতে
এসএসপি রাজেশ শর্মা বলেছেন, "দোষী"দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক অনুরাধা গুপ্তও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। গত রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। আর এরপরই এই ঘটনা ঘটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল। আর তার জেরেই শ্রীনগরের পড়ুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, মেডিক্যাল পড়ুয়া সহ অন্যান্যরা হস্টেলে স্লোগান দেয়। শুধু তাই নয়, তাঁরা আজাদি স্লোগানও দেয় বলে সূত্রের খবর। একইসঙ্গে এই হার উদযাপনে বাজিও ফাটায় পড়ুয়ারা। জানা গিয়েছে, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকারি চাকরিও করতে পারবে না কোনওদিন।