Haridwar Temple Stamped: হরিদ্বারে মনসা দেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৭। ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু, আহত আরও অনেকে। রবিবার ছুটির দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর ভক্তদের ভিড় ছিল। ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে। 

বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার গুজবে হুড়োহুড়ি হয়ে পড়ে যায় মন্দিরে পুজো দিতে আসা পূণ্যার্থীদের মধ্যে। তার জেরেই ঘটেছে এই ভয়ানক দুর্ঘটনা। এমনটাই জানিয়েছেন জেলাশাসক। ঘটনাস্থলে উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যাচ্ছে, মূল মন্দিরে যাওয়ার সিঁড়িতে এই পদপিষ্টর ঘটনা ঘটেছে। গুজব রটে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। কারেন্টের শক খাওয়ার আতঙ্কে হুড়োহুড়ো পড়ে যায় আগত লোকজনের মধ্যে। তারপরই ঘটে বিপত্তি। 

গাড়োয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, পদপিষ্টর দুর্ঘটনা ঘটার আগে প্রচুর লোক ছিলেন মন্দির চত্বরে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরেই বেশ কিছু দর্শনার্থীর চিকিৎসা শুরু করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের স্টেট ডিজাস্টার রেসপন্স টিম এবং স্থানীয় পুলিশ একসঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হরিদ্বার পুলিশের সিনিয়র এসপি প্রেমেন্দ্র সিং দোবাল ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রায় ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। নিহদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমও- র তরফে পোস্ট করে জানানো হয়েছে শোকবার্তা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনার দিকে নজর রেখেছেন তিনি। স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন।