নয়া দিল্লি: বছরের শুরুতেই বিপর্যয়। হরিয়ানার ভিওয়ানিতে খনি এলাকায় ধসের ফলে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। চারজনকে উদ্ধার করা হলেও একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, এমনটাই খবর। ধসে তলিয়ে যান আরও কয়েকজন। কয়েকটি গাড়িও চাপা পড়ে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, দু'জন আহত হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ। এবিপি নিউজ সূত্রে জানা গেছে, ধ্বংসস্তূপে প্রায় ২০টি গাড়ি আটকা পড়েছে। উদ্ধার কাজ চলছে জোরকদমে।
স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৮টা নাগাদ তোসামের দাদাম এলাকায় পাহাড় ভাঙার কাজ চলছিল। সেই সময়ই পাহাড়ের একটি অংশে বড় ফাটল ধরে। সেখান থেকেই ধস নামে। এদিকে হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, কয়েকজনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। তবে এখনও পরিসংখ্যান দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেন, "কয়েকজন মারা গিয়েছেন। তবে আমি এখনও পর্যন্ত সঠিক পরিসংখ্যান দিতে পারছি না। চিকিৎসকদের একটি দল এসেছে। আমরা চেষ্টা করছি যত সম্ভব মানুষকে প্রাণে বাঁচানো যায়।"
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি টুইটে বলেন, "হরিয়ানার ভিওয়ানিতে খনি এলাকায় ধসের ঘটনা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনপক। দ্রুত উদ্ধার অভিযান এবং আহতদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে অবিরাম যোগাযোগ করছি।"