নয়াদিল্লি: সকাল থেকে ভাল ব্যবধানে এগিয়েছিল দল। হঠাৎ করেই গতি শ্লথ হয়ে গেল ভোটগণনার। সেই নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ঘিরে এই মুহূর্তে জোর তরজা চলছে। ভোটের ফলঘোষণায় হঠাৎ করেই গড়িমসি শুরু হয়েছে, সময়ে হিসেব দেওয়া হচ্ছে না বলে উঠছে অভিযোগ। (Haryana Election Result)


নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। লিখিত অভিযোগে বলা হয়েছে, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে হঠাৎই গণনার গতি শ্লথ হয়ে গেল। কেন, কী বৃত্তান্ত কিছুই জানানো হয়নি। এতে গোটা প্রক্রিয়াই দুর্বল হয়ে গেল। অবকাশ  তৈরি হল প্রশ্নের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানারকম আখ্যান উঠে আসছে। এতে ভোটগণনাও প্রভাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। (Haryana Assembly Elections Result)


চিঠিতে আরও বলা হয়েছে, অবিলম্বে আধিকারিকদের নির্দেশ দিক নির্বাচন কমিশন, যাতে দ্রুত ওয়েবসাইট আপডেট করা হয় এবং তুলে ধরা হয় সঠিক পরিসংখ্যান। যে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে, ক্ষতিকারক আখ্যান ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বত্র, তা যত দ্রুত সম্ভব রুখতে হবে।



কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ নিয়ে সংবাদমাধ্যমেও মুখ খোলেন। তিনি বলেন, "আশাকরি নির্বাচন কমিশন আমাদের প্রশ্নের উত্তর দেবে। ১০-১১ রাউন্ড গণনা হয়ে গিয়েছে। অথচ সামনে আনা হয়েছে মাত্রা চার-পাঁচ রাউন্ডের ফল।" চাপ দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জয়রাম।


মঙ্গলবার সকালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলফল ঘোষণার কাজ শুরু হলে, গোড়া থেকেই এগিয়েছিল কংগ্রেস। বেলার দিকে হঠাৎই বিজেপি এগিয়ে যেতে শুরু করে। এমনকি অতি অল্প সময়ের মধ্যে ছাপিয়ে যায় কংগ্রেসকে। দুপুর ২টো পর্যন্ত হরিয়ানায় বিজেপি ৫০টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি আসনে। খাতা খুলতে পারেনি আম আদমি পার্টি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ৪৬। আচমকা বিজেপি-র এই এগিয়ে যাওয়া নিয়েই প্রশ্ন তুলছে কংগ্রেস।


নির্বাচন কমিশন যদিও চিঠির উত্তরে যাবতীয় অভিযোগ খারিজ করেছে। কিন্তু কংগ্রেস নেতা জয়রাম জানিয়েছেন, এখানেই থামবেন না তাঁরা। একাধিক জেলা থেকে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। EVM বিকৃতি থেকে গণনা সংক্রান্ত বহু অভিযোগ জমা পড়েছে। সব অভিযোগ একত্রিত করে কমিশনে জমা দেবেন। এই ফলাফল মানছেন না তাঁরা, জানিয়েছেন জয়রাম।