নয়াদিল্লি: হরিয়ানায় শুক্রবার ভারত বায়োটিকের করোনা-রোধী বলে দাবি করা ভ্য়াকসিন কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হল। বিজেপি-শাসিত রাজ্য়ের ৬৭ বছর বয়সি মন্ত্রী অনিল ভিজ আগে ট্যুইট করেছিলেন, তিনিই হরিয়ানার প্রথম স্বেচ্ছাসেবক হিসাবে ভ্যাকসিনের ডোজ নেবেন। সেইমতো তাঁর শরীরে কোভ্যাক্সিনের একটি পরীক্ষামূলক ডোজ প্রয়োগ করা হয়। অম্বালার একটি হাসপাতালে ডোজ নেন তিনি। বিজেপি নেতা ভিজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।



গতকাল তিনি ট্যুইট করেছিলেন, আগামীকাল সকাল ১১ টায় অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে রোহতকের পিজিআই ও স্বাস্থ্যদপ্তরের ডাক্তারদের একটি টিমের তত্ত্বাবধানে আমার শরীরে ভারত বায়োটিকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিনের একটি ট্রায়াল ডোজ প্রয়োগ করা হবে। স্বেচ্ছায় দেশের তৈরি প্রথম ভ্যাকসিনের ট্রায়ালে স্বেচ্ছায় সামিল হতে চেয়ে আমজনতার প্রশংসা পান তিনি।


সোমবারই ভারত বায়োটিক দেশে ২৬ হাজার স্বেচ্ছাসেবকের ওপর কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হচ্ছে বলে ঘোষণা করে। ড্রাগস কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া তা অনুমোদন করেছে। সংবাদ সংস্থার খবর অনুসারে আইসিএমআরের সঙ্গে গাঁটছড়া বেঁধে হবে এই ট্রায়াল এবং তা হবে দেশে সবচেয়ে বড় কোভিড-১৯ ভ্য়াকসিনের ক্লিনিকাল পরীক্ষা। কোভ্যাক্সিনের প্রথম, দ্বিতীয় ধাপের ট্রায়ালে প্রায় ১০০০ লোকের ওপর তার কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষায় ইতিবাচক ফল মেলে। দেখা যায়, সেটি নিরাপদ, প্রতিরোধক্ষমতা তৈরি করেছে। ভারত বায়োটিকের বিবৃতি অনুসারে হরিয়ানায় পন্ডিত ভাগবত দয়াল শর্মা ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ও ফরিদাবাদের ইএসআইসি হাসপাতালকে ভারতজুড়ে বাছাই করা ট্রায়াল কেন্দ্রগুলির তালিকায় রাখা হয়েছে।