ক্যালিফোর্নিয়াভ্যাকসিন নেওয়ার পর এবার করোনা আক্রান্ত হলেন এক স্বাস্থ্যকর্মী। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা ক্যালিফোর্নিয়ার। দিন কয়েক আগে ফাইজার টিকা নিয়েছিলেন ওই নার্স। ম্যাথু ডব্লিউ নামে বছর ৪৫-এর ওই নার্স গত ১৮ ডিসেম্বর নিজেই ফেসবুকে ভ্যাকসিন নেওয়ার কথা জানান। আর তার কয়েকদিন পরেই ভাইরাসে আক্রান্ত হন তিনি।


আপৎকালীন পরিস্থিতিতে ভ্যাকসিন ব্যবহার করার অনুমোদন দিয়েছে আমেরিকা প্রশাসন। ইতিমধ্যে অনেকেই এই ভ্যাকসিন নিয়েছেন। সেই ভ্যাকসিন নিয়েছিলেন ওই স্বাস্থ্যকর্মী। জানা গিয়েছে,  বড়দিনের সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিন সংশ্লিষ্ট হাসপাতালের কোভিড ১৯ বিভাগে কাজ করেন তিনি।  সংবাদমাধ্যমকে ওই স্বাস্থ্যকর্মী  জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার আট দিনের মধ্যে হঠাৎই তাঁর হাতে ব্যথা শুরু হয়। তবে হাতে ব্যাথা ছাড়া অন্য কোনও শারীরিক সমস্যা হয়নি বলে জানিয়েছেন তিনি। এরপরই করোনা পরীক্ষা করান ম্যাথু। তাতে রিপোর্ট পজিটিভ আসে।

করোনা ভ্যাকসিন নেওয়ার পরে সংক্রমিত হওয়ার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সব মহলে। সান দিয়াগোর ফ্যামিলি হেল্থ সেন্টারের সংক্রমিত রোগ বিশেষজ্ঞ ক্রিস্টান র‍্যামার্স বলেন, কোনও ব্যক্তির শরীরে ভাইরাস থাকলে প্রথম ডোজের পর সংক্রমিত হওয়া অপ্রত্যাশিত নয়। ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল থেকেই আমরা জানি কার্যকর হতে বা সুরক্ষা বলয় তৈরি করতে ১০ থেকে ১৪ দিন সময় লাগে।

উল্লেখ্য আগেই জানানো হয়েছিল, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন ২১ দিনের মধ্যে ২ বার নিতে হবে। তৃতীয় পর্যায়ের তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ কার্যকর ফাইজার। কেউ কোভিডে আক্রান্ত হোক বা না হোক তাতে কার্যকারিতার হেরফের হয় না।