কলকাতা : তাপপ্রবাহের রক্তচক্ষু। বিভিন্ন রাজ্য থেকে মৃত্যু মিছিলের খবর। তারই মধ্যে আশার খবর দিল আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি থেকে একটু হলেও মিলতে পারে রেহাই। ভারতের আবহাওয়া হেডকোয়ার্টার জানিয়েছে, বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের দরুণ তাপমাত্রা নামবে।                                    


তীব্র গরম থেকে কতটা স্বস্তি ?


রবিবার  সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে বিভিন্ন রাজ্যে। পূর্ব মধ্যপ্রদেশে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস, ওড়িশার ভেতর দিকে, বিদর্ভ এবং পাঞ্জাবের কিছু অংশে ২-৩ ডিগ্রি সেলসিয়াস এবং হরিয়ানা ও পশ্চিমের কিছু অংশে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। উত্তরপ্রদেশ,পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানেও তাপমাত্রা হ্রাস পেয়েছে ও আরও পেতে পারে। 


রবিবার  উত্তরপ্রদেশের ফতেহপুর ছিল দেশের মধ্যে সবথেকে বেশি উষ্ণ।  তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসা এবং রাজস্থানের গঙ্গানগরে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তর প্রদেশের ঝাঁসি ও কানপুরে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যপ্রদেশের পৃথ্বীপুর এবং হরিয়ানার ভিওয়ানি ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী তিন দিনে দেশে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।   


রবিবার  উত্তরপ্রদেশের ফতেহপুর ছিল দেশের মধ্যে সবথেকে বেশি উষ্ণ।  তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস। হরিয়ানার সিরসা এবং রাজস্থানের গঙ্গানগরে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তর প্রদেশের ঝাঁসি ও কানপুরে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যপ্রদেশের পৃথ্বীপুর এবং হরিয়ানার ভিওয়ানি ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী তিন দিনে দেশে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 


আবহাওয়া অফিস, সোম ও মঙ্গল, ৩ এবং ৪ জুন  দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রপাতও হবে। দুই দিনই দিল্লির সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজস্থানের কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হবে। বিকানের, জয়পুর, ভরতপুর, আজমেড় এবং যোধপুরের কিছু অংশে সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


Special FD: ৬৬৬ দিনের বিশেষ স্কিম নিয়ে এল এই সরকারি ব্যাঙ্ক, আপানি পাবেন ৭.৯৫ শতাংশ সুদ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে