জলপাইগুড়ি: উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুনের অভিযোগে আজ ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। জলপাইগুড়িতে বনধের তেমন প্রভাব পড়েনি, আবার কোচবিহারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিজেপি কর্মীদের।
জলপাইগুড়ি শহর ও ধূপগুড়িতে বনধের প্রভাব সেভাবে পড়েনি। খোলা রয়েছে কিছু দোকানপাট। বেসরকারি বাস রাস্তায় না নামলেও চলছে টোটো। খোলা ধূপগুড়ি সুপার মার্কেট।
কোচবিহারে বনধের জেরে বন্ধ রয়েছে দোকানবাজার। কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সরকারি বাস আটকানোয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন নেতা-কর্মী। প্রতিবাদে এলাকায় পিকেটিং করছেন বিজেপি সমর্থকরা। বনধের বিরোধিতায় পাল্টা মিছিল করেছে তৃণমূল।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আলিপুরদুয়ার ডিপোর গেটে বাস আটকান বিজেপি কর্মীরা। শুরু হয় স্লোগান। এনবিএসটিসি কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। জেলা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীরা পণ্যবাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখালে তাঁদের হঠিয়ে দেয় পুলিশ। আলিপুরদুয়ারে সরকারি বাস চললেও, বেসরকারি বাসের দেখা মেলেনি। খোলেনি দোকানপাটও।
পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন। বনধের সমর্থনে মিছিল বারও করেন।
সকাল থেকে থমথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও আশপাশের এলাকা। রাস্তাঘাটও শুনশান।
দক্ষিণ দিনাজপুরে বনধের প্রভাব সেভাবে পড়েনি। করোনা সংক্রমণ ঠেকাতে বালুরঘাট শহরে লকডাউন চলছে। তারই মধ্যে চলছে সরকারি-বেসরকারি যানবাহন। খোলা দোকানপাট। বাজারেও ভিড়।
বিধায়ক খুনের অভিযোগে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধ বিজেপির, মিশ্র সাড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2020 08:27 AM (IST)
সকাল থেকে থমথমে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও আশপাশের এলাকা। রাস্তাঘাটও শুনশান।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -