টুইঙ্কল জানিয়েছেন, কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। সেখানে করিনা কপূরকে এই পেঁয়াজের দুল দেখানো হয়। কিন্তু করিনার পছন্দ হয়নি বিশেষ। অক্ষয় জানতেন, টুইঙ্কলের পছন্দ হবে, তাই তিনি তাঁর জন্য নিয়ে আসেন। দেখুন কেমন এই পেঁয়াজের দুল
দুল দেখে অবাক আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
কিছুদিন আগে টুইঙ্কল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, স্ত্রীর জন্য কালো কফি বানিয়ে আনছেন অক্ষয়। টুইঙ্কল লিখেছেন, কফির যা ছিরি, তিনি এরপর আর অক্ষয়ের কাছে কখনও কফির বায়না করেননি!