লখনউ: কাল থেকে লখনউয়ে শুরু হচ্ছে একাদশতম ডিফেন্স এক্সপো। এবারের বিষয়- ভারত: উঠতি প্রতিরক্ষা সামগ্রী নির্মাণকারী হাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এক্সপো আজ উদ্বোধন করবেন, থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
ডিফেন্স এক্সপোয় যোগ দিচ্ছে চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া সহ ৪০টি দেশ। এর উদ্দেশ্য প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকতম সব প্রযুক্তি এক ছাদের তলায় নিয়ে আসা, যাতে কেন্দ্রীয় সরকার তো বটেই, বেসরকারি নির্মাণকারী সংস্থা ও স্টার্ট আপগুলির ক্ষেত্রে অসংখ্য নতুন সুযোগ তৈরি হয়। কেন্দ্র জানিয়েছে, দেশের মহাকাশ প্রযুক্তি, প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় এই এক্সপোয় তুলে ধরা হবে। ভারতীয় বায়ুসেনার হাতে এখনও না আসা রাফাল যুদ্ধবিমান যেমন থাকবে, তেমনই থাকবে এফ-৩৫ লাইটনিং ২, সুখোই ৩০ এমকেআই, ও চিনুক, চিতার মত জঙ্গি হেলিকপ্টার। লখনউ বিমানবন্দর ও বক্সী কা তালাও বিমানবন্দর থেকে উড়বে এই বিমান ও কপ্টারগুলি।
পাশাপাশি ডিআরডিও আনছে উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, পিনাক রকেট লঞ্চা, অর্জুন ট্যাঙ্ক, রুস্তম ড্রোন, সিবিআরএন (কেমিক্যাল বায়োলজিক্যাল, রেডিওলজিক্যাল ও নিউক্লিয়ার) গিয়ার স্যুট, লেজার ফেন্স ইত্যাদি।
ডিফেন্স এক্সপো-২০২০ আয়োজন করেছে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যাল। সঙ্গে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। হ্যাল এখানে প্রদর্শন করবে তেজসের মত লাইট কমব্যাট এয়ারক্র্যাফট, লাইট কমব্যাট হেলিকপ্টার, অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার, ডু-২২৮ ও হক। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিজিটাল ম্যাপ জেনারেটর, ইঞ্জিন ও ফ্লাইট ডিসপ্লে ইউনিট, গ্যাস টার্বাইন ইলেকট্রিক্যাল জেনারেটর-৬০, এয়ার প্রডিউসার ইঞ্জিন ইত্যাদি থাকবে এক্সপোতে।
এই এক্সপো সম্পর্কে অল্পদিন আগে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাতে এক্সপোয় আসার জন্য যানবাহনের পরিস্থিতি থেকে লাইভ ডেমো- সব কিছুই থাকবে।
কাল থেকে শুরু হচ্ছে ডিফেন্স এক্সপো, জেনে নিন, এবারের কী কী আকর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2020 07:00 PM (IST)
এই এক্সপো সম্পর্কে অল্পদিন আগে একটি মোবাইল অ্যাপ চালু করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাতে এক্সপোয় আসার জন্য যানবাহনের পরিস্থিতি থেকে লাইভ ডেমো- সব কিছুই থাকবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -