নয়াদিল্লি: চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার ব্যবসার পরিকল্পনা বাতিল করল হিরো সাইকেল। চিনের সঙ্গে ব্যবসার উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরতায় তাঁরা জোর দিতে চান বলে জানিয়েছেন সাইকেল প্রস্তুতকারক সংস্থার কর্ণধার পঙ্কজ মুঞ্জল। চিনের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধের দাবির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত।

কেন এমন একটা সিদ্ধান্ত সংস্থার পক্ষ থেকে নেওয়া হল, সে সম্পর্কে তিনি বলেন, চিন সহ বিশ্বের নানা প্রান্ত থেকেই আমরা যন্ত্রাংশ কিনি। আবার নানা দেশে বাই-সাইকেল, হাই এন্ড বাই-সাইকেল রপ্তানি করি। সেসব ডিজাইন করার জন্য আমরা এখন জার্মানির রিসার্চ ও গবেষণাকৃত সুবিধার উপর নির্ভর করি। অন্যান্য কাজের জন্যও আমরা এখন আঞ্চলিক কিছু কারখানার উপরই নির্ভর করতে চাইছি।

মুঞ্জলের বক্তব্য, লকডাউনের পর থেকেই সাইকেলের চাহিদা নতুন করে বেড়েছে গোটা দুনিয়ায়। ভারতে তো বটেই, ইংল্যান্ড, জার্মানির মতো দেশে আমাদের শাখা কোম্পানির বিক্রি অনেক বেড়েছে। আবার বিহার, ঝাড়খন্ড, অসম, ওডিশার মতো রাজ্যগুলিতে যে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরেছেন, তাঁরা দেশের বাড়িতে থাকছেন। সেখানেই সাইকেল কিনছেন। তাই চাহিদা বেড়েছে অনেকটা। স্বনির্ভর হওয়ার এটাই সেরা সময়।