দেহরাদুন: তুমুল বৃষ্টিতে (Heavy downpour) ধসের (landslide) ঘটনা নতুন নয়। কিন্তু যদি বৃষ্টির দাপটে আস্ত একটা পাহাড় (hill) ধসে (collapse) পড়ে, তা হলে? চমকে উঠলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডে (uttarakhand)। শুক্রবারের ওই ঘটনার জেরে আপাতত আদি কৈলাস মানসরোবর যাত্রার ( Adi Kailash Mansarovar Yatra) অন্যতম রুট (route) বন্ধ (close)।


কী ঘটেছিল?
সন্ধে পেরিয়ে তখন রাত। হঠাতই একটি পাহাড়ের সিংহভাগ ভেঙে পড়ে নাজাং তাম্বা গ্রামের কাছে। তার পর থেকে জাতীয় সড়ক বন্ধ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবারের ওই বিপর্যয়ের ফলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে অন্তত ৪০ জন আটকে পড়েছেন। শুধু জাতীয় সড়ক নয়, পাহাড়-ভঙ্গের জেরে যান চলাচলের অন্তত শ'খানেক গ্রামীণ রাস্তা এবং একাধিক হাইওয়েও বন্ধ। হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে এই মুহূর্তে পাথর ও বোল্ডারে ঢাকা। সম্ভবত উত্তরকাশীর কাছে পাহাড় থেকে ধস নেমে এই অবস্থা হয়েছে। এক ছবি দেহরাদুন জেলার বিকাশনগর-কলসি-বরকোট ন্যাশনাল হাইওয়ের। পরিস্থিতি সামলাতে এর মধ্যেই নেমে পড়েছেন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা। দেহরাদুনের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। তবে এখানেই যে ভোগান্তি কমবে তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। আগামিকাল পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে উত্তরাখণ্ডে। অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এমন অবস্থায় কী ভাবেই বা ধসে আটকে পড়াদের উদ্ধারকাজ চলবে, নতুন ধস নামলে কী ভাবে তা আটকানো হবে ভেবে কূলকিনারা করতে পারছে না প্রশাসন।


উদ্বেগজনক পরিস্থিতি দিল্লির...
কম-বেশি এক ছবি দিল্লিতে। টানা তিন দিন বৃষ্টির জেরে জলমগ্ন রাজধানী ও সংলগ্ন। একদিকে জলভাসি এলাকা, অন্য দিকে তীব্র যানজট। সোশ্যাল মিডিয়ায় ভোগান্তির সেই সব ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেটিজেনরা যা দেখে অনেকেই চিন্তায়। দিল্লিতে শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ চব্বিশ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গোটা সেপ্টেম্বরের পরিসংখ্যানের নিরিখে অর্ধেক। একদিনের এই বর্ষণে ঘাটতি মিটিয়ে দিল্লির  বৃষ্টির ঘড়া এখন উপচে পড়ছে। এতেই শেষ নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শহর জুড়ে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সেই মর্মে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। 'পশ্চিমী ঝঞ্ঝা' এবং একটি নিম্নচাপের জোড়া ফলাতেই এই তুমুল বর্ষণ, বলছে আবহাওয়া দফতর। আর তার জেরে দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।


আরও পড়ুন:'আমার যাবার সময় হল, দাও বিদায়', ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল বিধায়ক সমীর পাঁজার