নয়া দিল্লি: ২৪ ঘণ্টার আগে ও পরে। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) একাধিক জেলায় মুহূর্তে বদলে গেল পরিস্থিতি। মেঘ ভাঙা বৃষ্টি (Cloudburst) এবং হড়পা বানে (Flash Flood) কার্যত ধুয়ে-মুছে গেল গ্রামের পর গ্রাম।                                       

  


হিমাচলে প্রদেশে ২৪ ঘণ্টারও কম সময়ে বন্যা পরিস্থিতিতে জেরবার একাধিক জেলা। আকস্মিক বন্যায় মুহূর্তে ভেসে গিয়েছে সাতজন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মান্ডি জেলার সম্বল গ্রামের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে কীভাবে নদীর তোড়ে ভেসে যাচ্ছে গোটা এলাকা।   


ভাইরাল রয়েছে সেই ভিডিও। সেখানে ভিডিওর শুরুতেই যিনি ক্যামেরা ধরেছেন তিনি আকস্মিকতায় বলছেন, 'ওহ মাই গড'। এরপর দেখা যায় জলের ভয়ঙ্কর তোড়ে ভেসে যাচ্ছে এলাকা, বাড়িঘর সব। এ যেন প্রকৃতির প্রলয়।                                  


ইতিমধ্যেই এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলায় শুরু হয়েছে উদ্ধারকাজ। অনুসন্ধান এবং ত্রাণকাজও চলছে জোরকদমে। রবিবার রাতে সোলান জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে সাত জনের মৃত্যু হয়েছে। সিমলায় একটি শিবমন্দিরে ভূমিধসে ন'জন মারা গিয়েছে। 






এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সকলকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছেন। ভূমিধস-প্রবণ এলাকাগুলি থেকে দূরে কোথাও আশ্রয় নিতে বলেছেন তিনি। প্রশাসন যাতে সবধরণের সাহায্য করে, সেই বিষয়টিও দেখভাল করতে নির্দেশ দিয়েছেন তিনি।  


আরও পড়ুন, রাতের আকাশে আলোক ঝর্ণা, বেনজির উল্কাপাতের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব


শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শিমলা শহরে দুটি ভূমিধসে ১৫ থেকে ২০ জন লোক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু মানুষ বাড়ি মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলেও সূত্রের খবর। 


রাজ্য জরুরি অপারেশন সেন্টারের মতে, বিপর্যয়ের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।