নয়াদিল্লি: সেরাজ কেন্দ্র থেকে জয়ী হিমাচলের (Himachal Pradesh Election Results 2022) মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (CM Jairam Thakur)। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২০ হাজারের বেশি ভোটে জিতেছেন তিনি। প্রাপ্ত ভোটের নিরিখে তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী চেতরাম ঠাকুর। জানা গিয়েছে, এই নিয়ে ছ'বার সেরাজ কেন্দ্র থেকে জিতলেন জয়রাম।                                                                       

  


জয়রামের জয় হিমাচলে: নির্বাচন কমিশন (Election Commission Of India) সূত্রে খবর, কংগ্রেসের চেতরাম ঠাকুরকে ২২ হাজার ভোটে হারিয়ে সেরাজ কেন্দ্র থেকে জিতেছেন জয়রাম ঠাকুর। এর আগে ১৯৯৮, ২০০৩, ২০০৭, ২০১২ এবং ২০১৭ সালে সেরাজ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন জয়রাম। গত ২৫ ধরে ওই কেন্দ্রে জয়ী হয়ে আসছে বিজেপি। ২০২২ সালেও সেই ট্রেন্ড বজায় থাকল। এর আগে ২০১৭ সালের নির্বাচনে চেতরামকে ১১ হাজার ভোটে হারিয়েছিলেন জয়রাম।                           


বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই: হিমাচল প্রদেশে বিজেপি-কংগ্রেস জোর টক্কর। গত ৩ দশকে কোনও দল পরপর দু’বার ক্ষমতায় আসতে পারেনি হিমাচল প্রদেশে। ট্রেন্ড বজায় রেখে এবার নাড্ডার রাজ্যে ক্ষমতা দখলের পথে কংগ্রেস। হিমাচলে ৩৮টি আসনে এগিয়ে কংগ্রেস। হিমাচলে ২৭টি আসনে এগিয়ে বিজেপি। ১১টি আসনে ভোট-পার্থক্য ৪০০-র কম ভোট। দল ভাঙানোর আশঙ্কায় বিধায়কদের একজোট থাকার বার্তা কংগ্রেসের। মোহালির রিসর্টে সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা। প্রাপ্ত ভোটের হারেও বিজেপি-কংগ্রেস জোর টক্কর। ৪৩.৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। ৪৩.৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।


হিমাচল প্রদেশের বিধানসভা ৬৮ আসনের। বিজেপি ও কংগ্রেস সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছে। আপ (AAP) একটি আসনে প্রার্থী দেয়নি। বাকি ৬৭টি আসনে লড়ছে। হিমাচলের লড়াইয়ে রয়েছে বহুজন সমাজবাদী পার্টিও (BSP)। তারা লড়ছে ৫৩টি আসনে। আরও একটি দল রাষ্ট্রীয় দেবভূমি পার্টি লড়ছে ২৯টি আসনে। সিপিআইএম লড়ছে ১১টি আসনে। হিমাচল জন ক্রান্তি পার্টি লড়ছে ৬টি আসনে।        


আরও পড়ুন: Gujarat Election Results 2022: মোদি-শাহের রাজ্য়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত, গুজরাতে শুরু সেলিব্রেশন