নয়াদিল্লি: পুরানো ভাইরাল হওয়া ভিডিও শেয়ার করে কেরলের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তুলে ধরলেন শশী তারুর। ভিডিওটিতে আলাপ্পুঝার এক মসজিদে হিন্দু রীতিনীতি, আচার মেনে বিয়ের ছবি রয়েছে। ভারত সহ বিশ্বব্যাপী মাথাচাড়া দেওয়া ধর্মীয় মেরুকরণ যখন বিভেদের প্রাচীর তৈরি করছে, সেসময় আশা ও শরথ নামে হিন্দু ঘরের দুটি ছেলে-মেয়ের মসজিদে বিয়ের ভিডিও শেয়ার করে তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ ট্যুইট করেছেন, এই বিয়ে (মসজিদে হিন্দু রীতি মেনে বিয়ে) গত রবিবার শোরগোল ফেলেছে, কিন্তু খুব বেশি লোক ভিডিওটা দেখেননি। কেরলে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক অসাধারণ গল্প রয়েছে এতে।




জানা গিয়েছে, মেয়েটির মা চেরাভাল্লির স্থানীয় মসজিদ কমিটির দ্বারস্থ হয়ে তাদের সাহায্য চান। মসজিদ কমিটি শুধুমাত্র বিয়ের আয়োজনই করে দেয়নি, হিন্দু নবদম্পতিকে ২০ লক্ষ টাকা উপহারও দিয়েছে। মসজিদের ভিতর সম্পূর্ণ হিন্দু রীতি-আচার মেনে বিয়ে সম্পন্ন হয়।
তারুরের আগে আলাপ্পুঝার সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনার প্রশংসা করে কেরলের বাম স?%A