নয়াদিল্লি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকায় এক ব্যবসায়ী অভিযোগ জানিয়েছেন যে তাঁর আপত্তি সত্ত্বেও একদল লোক তাঁর গোটা বাড়িতে গেরুয়া রং লাগিয়ে দিয়েছ। তিনি এফআইআর দায়ের করে অভিযোগ করেছেন, বারণ করা সত্ত্বেও তারা রং করা বন্ধ না করে উপরন্তু তাঁকে অপমান করেছে, হুমকি দিয়েছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানেই উত্তরপ্রদেশের মন্ত্রী নন্দগোপাল নন্দীর বাড়ি। আর অভিযোগ তাঁর খুড়তুতো ভাই কমলকুমার কেশরওয়ানি-র বিরুদ্ধে। তবে মন্ত্রী ব্যবসায়ীর অভিযোগে গুরুত্ব না দিয়ে বলেছেন, এই রং করার ব্যাপারটা উন্নয়নের অঙ্গ, তাই এ নিয়ে বিতর্ক তৈরি করা অনর্থক।
এলাকা থেকে পাওয়া ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে সার দিয়ে পরপর সব বাড়ি রাতারাতি গেরুয়া রং করে দেওয়া হয়েছে, এমনকী বহু বাড়ির দেওয়ালে ধর্মীয় চিহ্নও এঁকে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে রাজধানী লখনউ থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে প্রয়াগরাজ। সেখানে হয়েছে এই কান্ড!


ব্যবসায়ী রবি গুপ্তা তাঁর বাড়ির বারান্দা থেকে এক মিনিটের ভিডিও ক্লিপ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে একদল লোক তাঁর বাড়ির দেওয়ালে গেরুয়া রং লাগিয়ে চলেছে আপত্তির তোয়াক্কা না করে। সঙ্গে পাওয়া যাচ্ছে একজনের গলার আওয়াজ যিনি বলছেন, দেখুন গুন্ডাগর্দি কতখানি বেড়েছে। ভিডিওতে আরও একজনকে বলতে শোনা যাচ্ছে, আমি যখন বলছি, তখন বন্ধ করো। চলে যাও। তারপরও ওরা থামেনি, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করে বলে জানিয়েছেন গুপ্তা। আরও একজনকে বলতে শোনা যায়, মন্ত্রী নন্দীর নির্দেশেই এসব হচ্ছে।
মন্ত্রী অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, এই অভিযোগ অর্থহীন। আর শুধু গেরুয়া কেন, লাল, সবুজ, চকোলেট অনেক রকম রংই করা হয়েছে। কিছু মানুষ আসলে উন্নয়ন-বিরোধী। তারাই এই ধরনের ভালো জিনিসের বিরুদ্ধে আপত্তি তুলে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে। আর কিছু লোক আছে, যারা ভাবে, গলা চড়ালেই নেতা হওয়া যায়! শুধু আমার রাস্তায় নয়, গোটা প্রয়াগরাজেই উন্নয়নের জোয়ার বইছে।