বাপন সাঁতরা, হুগলি: খানাকুলে এবার বাংলা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত
বিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি পঞ্চায়েত সদস্য়া। ঘটনায় কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল। এতদিন শাসকদলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়ে কড়া আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপি-কে। এবার তাদের নেত্রীর বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। (Hooghly News)
এবার কাটমানি অভিযোগ-বিদ্ধ বিজেপি। হুগলির খানাকুলে বাংলা আবাস যোজনার টাকা থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের নির্বাচিতমবিজেপি-র গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। (Awas Yojana)
সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নবান্ন। এই পরিস্থিতিতে হুগলির খানাকুলের বিজেপি পরিচালিত জগৎপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটমানি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রথম কিস্তির টাকা ঢোকার পরেই উপভোক্তাদের একাংশের কাছে টাকা দাবি করেছেন পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর ও তাঁর স্বামী বুধন বর।
খানাকুলের বাসিন্দা উত্তম কোটাল বলেন, "আমাকে বলল ১০ হাজার টাকা দাও। ঘর বন্ধ করে দেব টাকা না দিলে। অপর্ণার বর চেয়েছিল। বিজেপি-র সদস্য ওরা। পঞ্চায়েতে অভিযোগ করেছি।" খানাকুলের আর এক বাসিন্দা প্রদীপ কোটাল বলেন, "ঘরে এসেছিল। টাকা চেয়েছিল আমার কাছে। আমি দিইনি। ৫ হাজার টাকা চায়। বুধেনদা চায়।"
যদিও অভিযোগ সটান খারিজ করে দিয়েছেন বিজেপি-র নির্বাচিত জন প্রতিনিধি। জগৎপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি-র পঞ্চায়েত সদস্যা অপর্ণা বর বলেন, "দিলে তো আমাদেরই মান হবে। কিন্তু ওরা তৃণমূলের লোক। তাই বলছে। কই আর কেউ তো বলেনি! তৃণমূল পয়সা দিয়ে বদনাম করার চেষ্টা করছে।"
এর পাল্টা তৃণমূলের বুথ সভাপতি রমেশ দলুই বলেন, "পঞ্চায়েতে ডেকে হুমকি দেওয়া হয়েছে। টাকা চাও হয়েছে। এই ধরনের ঘটনা সহ্য করা যাবে না।"
জগৎপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। উপপ্রধানের দাবি, রাজনৈতিক উদ্দেশেই তাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। তবে সত্যিই কোনও লিখিত অভিযোগ এলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। উপপ্রধান সঞ্জিত মণ্ডল বলেন, "অভিযোগ এলে দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে এমন কুৎসা রটানো হচ্ছে।"মঅতীতে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগে বিদ্ধ হল বিজেপি।