ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ): হাসপাতাল থেকে পালানোর চেষ্টার সময় আহত হয়ে মারা গেলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনা পরীক্ষা পজিটিভ হওয়ায় গত ২৬ তারিখ ওই ব্যক্তিকে পিরোজাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, রোগীকে আইসোলেশনে রাখা হয়েছিল। দাবি, বুধবার রাতে রেলিং ভেঙে সেখান থেকে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি।


নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকানোর চেষ্টা করেন। তাতে তিনি গুরুতর আহত হন। হাসপাতাল সূত্রে দাবি, ওই ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। কিন্তু, সেখানকার কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ভর্তি না করাতে চাওয়ায় তাঁকে ফের আগের হাসপাতালে ফিরিয়ে আনা হয়।


এরপর, বৃহস্পতিবার সকালে মারা যান ওই ব্যক্তি। এদিকে, মৃতের পরিবারের অভিযোগ, হত্যা করা হয়েছে রোগীকে। হাসপাতালে বিক্ষোভও দেখাতে শুরু করেন পরিবার-পরিজনেরা। এবিষয়ে মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ নিয়েও কোনও মন্তব্য করেনি।