এগরায় উদ্ধার ট্রলিব্যাগে বন্দি গৃহবধূর লাশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Mar 2020 11:46 AM (IST)
তাঁর পরিচয় জানা যায়নি।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের মেচেদার পর এবার এগরা। নয়ানজুলি থেকে উদ্ধার হল ট্রলিব্যাগ বন্দি এক গৃহবধূর মৃতদেহ। তাঁর পরিচয় জানা যায়নি। আজ সকালে এগরার আইলানের কাছে নয়ানজুলি থেকে উদ্ধার হয় একটি পরিত্যক্ত ট্রলিব্যাগ। ব্যাগে মেলে বছর সাতাশের ওই গৃহবধূর মৃতদেহ। পরে এগরা থানার পুলিশ দেহটি উদ্ধার করে। এর আগে মেচেদা লোকাল থেকে উদ্ধার হয় বউবাজারের ব্যবসায়ীর ট্রলিব্যাগ বন্দি মৃতদেহ। ওই খুনে মূল অভিযুক্ত সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।