জ্যাংড়ায় বধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 11:11 AM (IST)
মৃতের স্বামী প্রদীপ দাসকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
কলকাতা: বাগুইআটির জ্যাংড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তাঁর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের নাম দীপশিখা দাস। তাঁর পরিবারের দাবি, গতকাল রাতে মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পারে তাঁর অসুস্থতার কথা। এরপর স্থানীয় নার্সিংহোমে গিয়ে ওই বধূকে মৃত অবস্থায় দেখতে পান তাঁর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা ওই বধূর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তার জেরে মৃত্যু হয়েছে দীপশিখার। মৃতের স্বামী প্রদীপ দাসকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।