পার্থপ্রতিম ঘোষ, বাহানাগা: করমণ্ডল এক্সপ্রেস বিপর্যয়ের (Coromandel Express Accident ) কারণ খুঁজছে সিবিআই (CBI)। দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেছেন তাঁরা। খতিয়ে দেখা হয়েছে রিলে রুম। করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) কীভাবে লুপ লাইনে ঢুকে গেল, সেই ব্যাপারে রেলের সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের অফিসারদের সঙ্গেও গোয়েন্দারা কথা বলেন।


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্য়েই ২৮৮ জনের প্রাণ গেছে। আর এই হল দুর্ঘটনার মুহূর্তের সেই ভয়ঙ্কর ছবি ভাইরাল এই ভিডিও ( Viral Video) শিউরে ওঠার মতো, যা কেড়ে নিয়েছে অসংখ্য় প্রাণ। করমণ্ডল এক্সপ্রেসের বিপর্যয় কীভাবে ঘটল? এত মানুষের অপমৃত্যুর দায় কার? কার গাফিলতিতে এত বড় ঘটনা? রিলে রুমেই কি লুকিয়ে সব রহস্য?


ওড়িশার (Odisha) বাহানাগা বাজার স্টেশন এবং দুর্ঘটনাস্থলে সেই সূত্রেরই খোঁজ চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার সকালে স্টেশন ম্যানেজারকে নিয়ে রিলে রুম পরীক্ষা করেন গোয়েন্দারা। গত শুক্রবার বাহানাগা স্টেশন থেকে কিছুটা দূরেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। 


দুর্ঘটনার দিন বাহানাগা স্টেশনে কর্মরত রেলকর্মীদের বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়েন্দারা জানতে চান, সিগন্যাল সবুজ থাকলেও, কীভাবে লুপ লাইন ওপেন হল? সিগন্যাল ও টেলি কমিউনিকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেন তাঁরা। রেল বিশেষজ্ঞদের সঙ্গে রেখেই একের পর এক প্রশ্ন করেন তাঁরা।             


বয়ান সংগ্রহের গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। কীভাবে এত বড় বিপর্যয়, সেই ব্যাপারে দুর্ঘটনার কবলে পড়া লোকো পাইলটদের বয়ান সংগ্রহ করেছিলেন রেলওয়ে সেফটি কমিশনার। সূত্রের খবর,রেলওয়ে সেফটি কমিশনারের কাছ থেকে সেই বয়ান সংগ্রহ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।                                                                


ইতিমধ্যেই, বাহানাগা স্টেশনের আপ ও ডাউন লুপ লাইন সারানোর কাজ প্রায় শেষ। ট্র্যাকে আরও কিছু কাজ চলছে। তা সম্পূর্ণ হয়ে গেলে, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে লাইনের পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে রেল সূত্রের খবর। বৃহস্পতিবার সন্ধেয়, করমণ্ডল বিপর্যয়ে নিহতদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল করেন বাহানাগার বাসিন্দারা।