লন্ডন: এবার কি মন্দার কবলে ইউরোজোন (Eurozone)? অন্তত তেমনই ইঙ্গিত পরিসংখ্যানে। মুদ্রাস্ফীতির (Inflation) বাড়াবাড়ি এবং সরকারি কড়াকড়ির জাঁতাকলে ইউরোজোন-ভুক্ত (Eurozone) ২০টি দেশের অর্থনীতিতে মন্দার (Recession) ছায়া দেখা যাচ্ছে, উঠে এসেছে পরিসংখ্যানে। বৃহস্পতিবার যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ইউরোজোনের অর্থনৈতিক গতিবিধি তার আগের ত্রৈমাসিকের নিরিখে ০.১ শতাংশ কমেছে। ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিকেও এই  অর্থনৈতিক গতিবিধি ০.১ শতাংশ কমেছিল। সাধারণত, পর পর দুটি ত্রৈমাসিকে অর্থনীতির সঙ্কোচন হলে তা মন্দা হিসেবে বিবেচিত হয়। সার্বিক ভাবে তাই ইউরোজোনের দেশগুলিতে মন্দার ছায়া দেখছেন অর্থনীতিবিদরা।


কী জানা গেল?
ইউরোজোনের এই ২০টি দেশ বিনিময়-মুদ্রা হিসেবে 'ইউরো' ব্যবহার করে। তার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে 'ক্যাপিটাল ইকনোমিক্স' -র ইউরোপিয় অর্থনীতি সংক্রান্ত সমীক্ষার প্রধান, অ্যান্ড্রু কেনিংহ্য়ামের মতে, ক্রমবর্ধমান সুদের হার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের চড়া দাম গৃহস্থের ঘরে বড়সড় ছ্যাঁকা দিয়েছে। বস্তুত, গত বছর ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই ইউরোজোনে মুদ্রাস্ফীতির হার চড়া হয়েছে। নির্দিষ্ট করে বললে, রুশ-ইউক্রেন সংঘর্ষের পর থেকে জ্বালানির দাম বাড়ার ধাক্কা লাগে ইউরোজোনে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলেও গত বছরের এই সময়ের তুলনায় চলতি মাসের মে মাসে  overall consumer prices  এখনও ৬.১ শতাংশ বেশি। সরকারি ব্যয়ে হ্রাস চলতি বছরের  জিডিপি-র পতনে আরও একটি কারণ।


গত সেপ্টেম্বরে ভারতেও খুচরো মূল্যবৃদ্ধি...
ফের খুচরো মূল্যবৃদ্ধি বাড়ল ভারতে। তিন মাস ধরে নিম্নগতি ছিল খুচরো মূল্যবৃদ্ধির। তার পর, গত আগস্টে, চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বগামী হয়েছিল দেশের খুচরো মূল্যবৃদ্ধির গ্রাফ। সরকারি পরিসংখ্যান বলছে, আগস্টে ওই মূল্যবৃদ্ধির হার ছুঁয়েছে ৭ শতাংশ। সে সময় সরকারি যে পরিসংখ্যান বেরিয়েছে তাতে স্পষ্ট যে মূলত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণেই এই গ্রাফ বেড়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্সের পরিমাপ অনুযায়ী আগস্টে মূল্যবৃদ্ধি ছোঁয় ৭ শতাংশে। গত অগাস্টে এটিই ৬.৭১ শতাংশ ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে মাত্রা ৬ শতাংশে বেঁধে দেওয়া হয়েছিল। এই নিয়ে টানা অষ্টম মাস CPI-মূল্যবৃদ্ধি তার উপরেই রইল। সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে,  আগস্টে খাদ্যদ্রব্যে মূ্ল্যবৃদ্ধি ৭.৬২ শতাংশ। জুলাইয়ে তা ছিল ৬.৬৯ শতাংশ। তার এক বছর আগে যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে, ২০২১ সালের আগস্টে এই হার ছিল আরও কম।


আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার