নয়াদিল্লি: করোনার হাত থেকে বাঁচতে হাতে মাখলেন স্যানিটাইজার। হাতটাই গেল পুড়ে। ঠিক এমন ঘটনাই ঘটেছে হরিয়ানার রেওয়াড়িতে, ৪৪ বছর বয়সী এক ব্যক্তির হাত ঝলসে গিয়েছে স্যানিটাইজারে। কী করে বুঝবেন, গাঁটের কড়ি খসিয়ে কেনা স্যানিটাইজার আপনার হাতটাই জ্বলিয়ে ফেলবে কিনা? দেখে নিন।
হরিয়ানার ওই বাসিন্দার শুধু হাতই পোড়েনি, ঝলসে গিয়েছে তাঁর মুখ, গলা আর বুকও। হতে পারে এ ঘটনা ব্যতিক্রম, তবু সাবধান হতে ক্ষতি কী। তাই স্যানিটাইজার ব্যবহার করার আগে জেনে নিন কিছু তথ্য- গুরুগ্রামের ফর্টিস হাসপাতাল মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসক উদ্গেথ ধীর জানিয়েছেন, স্যানিটাইজার যাতে করোনা রুখতে সাহায্য করে তা নিশ্চিত করতে তাতে অ্যালকোহলের পরিমাণ ৬০-৬৫ শতাংশ হওয়া উচিত। কিন্তু এই অ্যালকোহলের কারণেই স্যানিটাইজার জ্বলনশীল হতে পারে। হাতে ঘষার সঙ্গে সঙ্গে অ্যালকোহল লুপ্ত হয়ে যায়। কিন্তু টিউবের জায়গায় স্প্রে ব্যবহার করলে আগুন জ্বলে ওঠার আশঙ্কা বেশি।
আবার কসমেটিকস বিশেষজ্ঞ রিঙ্কি কপূর বলেছেন, হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার ভাল ঠিকই তবে বারবার ব্যবহার করে গেলে ক্ষতি হতে পারে। তাই তাঁর পরামর্শ, শুধু দরকারেই ব্যবহার করুন স্যানিটাইজার। যখন তখন ব্যবহার করলে ত্বকের ক্ষতির আশঙ্কা থেকে যায়।
হ্যান্ড স্যানিটাইজারে একজনের হাত পুড়েছে, জানেন? দেখে নিন, কী কী দেখে কিনবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 10:02 AM (IST)
আবার কসমেটিকস বিশেষজ্ঞ রিঙ্কি কপূর বলেছেন, হাত পরিষ্কার রাখতে স্যানিটাইজার ভাল ঠিকই তবে বারবার ব্যবহার করে গেলে ক্ষতি হতে পারে। তাই তাঁর পরামর্শ, শুধু দরকারেই ব্যবহার করুন স্যানিটাইজার।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -