মুম্বই: দেশে করোনাভাইরাসের দাপট কমতেই ফের তাদের সামুদ্রিক জন্তুর বাজার খুলে ফেলেছে চিন। সেখানে বিকোচ্ছে উদ্ভট সব সামুদ্রিক প্রাণী, তা ছাড়া জ্যান্ত বাদুড়, কুকুর, কাঁকড়াবিছে, প্যাঙ্গোলিন- এরা সবাই গিয়ে উঠবে মানুষের প্লেটে, কেউ জীবন্ত অবস্থায়, কাউকে হয়তো রান্না করা হবে। শোনা যাচ্ছে, একটি বাদুড়ের মাংস থেকেই ইউহানে করোনা ছড়ায়, তারপরেও এভাবে জন্তুর বাজার চালু হওয়ায় বিস্মিত গোটা বিশ্ব।

চিনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। টুইটারে তিনি বলেছেন, তোমরা কি সিরিয়াস? এবার তবে নিজেকেই খেয়ে ফেল।



শোনা যাচ্ছে, ইউহানের হুনান সামুদ্রিক খাদ্যের বাজারই করোনাভাইরাসের ভরকেন্দ্র। চিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে দাবি করা হলেও গোটা বিশ্ব এখন করোনার প্রকোপে বিপর্যস্ত, প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। করোনার হাত থেকে বাঁচতে চলছে সচেতনতা মূলক প্রচারও।