নয়াদিল্লি: এবার থেকে ড্রাইভিং লাইসেন্স (driving license) রিনিউ করতে দৌড়তে হবে না RTO office। অনলাইন পোর্টালের মাধ্যমে সেই সুযোগ দিচ্ছে ভারত সরকার। এই পোর্টালে চাইলে নতুন লাইসেন্সও করতে পারবেন আপনি।


কীভাবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন ?(How to renew your driving license online)
আধার কার্ডের KYC আপডেট থাকলে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে না বেশ কয়েকটা কলাম। নীচে দেখে নিন কীভাবে রিনিউ করবেন ড্রাইভিং লাইসেন্স।


প্রথমে পরিবহণ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://parivahan.gov.in/parivahan-এ যান।
এখানে বাঁ দিকে মেনুর থেকে “Apply Online”সিলেক্ট করুন।
এবার ''ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস''-এ ক্লিক করুন।
কোন রাজ্যে থেকে এই পরিষেবা নিতে চান তা সিলেক্ট করুন।
একবার ওই রাজ্যের অপশনে গেলে সেখান থেকে নতুন পেজ খুলে যাবে।
এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে 'সার্ভিসেস অন ড্রাউভিং লাইসেন্সে' ক্লিক করুন।
এই সেগমেন্টে আপনাকে কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে তার পরামর্শ দেওয়া থাকবে। ক্লিক নেক্সটে যাওয়ার আগে পুরো পরামর্শ ভালো করে পড়ে নিন।
এবার এখানে আপনার জন্মের তারিখ, পিন কোড, ড্রাইভিং লাইসেন্স নম্বর সবকিছুর বিবরণ জমা দিন।
আপনার আগে থেকেই ড্রাইভিং লাইসেন্স থাকলে “Required Services” অপশন দেখাবে। সেখানে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের জন্য “Renewal”-এ ক্লিক করুন।
১০ এখানে আপনাকে গাড়ি বা আপনার সম্পর্কে ফর্মে তথ্য জমা দিতে হবে।
১১ এবার স্বাক্ষর-সহ ছবি জমা দিতে হবে। মনে রাখবেন, সব রাজ্যের জন্য এই সুবিধা নেই।
১২ মেডিক্যাল সার্টিফিকেট পরে বদলাতে হলে এখানে একটা স্লট বুক করুন।
১৩ একবার ফর্ম পূরণ হয়ে গেলে আপনার অ্যাপলিকেশন আইডি স্ক্রিনে দেখতে পাবেন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে পোর্টাল থেকে আপনার অ্যাপ্লিকেশন ডিটেইলস পাঠিয়ে দেবে কর্তৃপক্ষ। এর একটা প্রিন্টআউট নিয়ে রাখবেন।
১৪ শেষে নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০ টাকা রিনিউয়াল ফি জমা দিতে হবে আপনাকে।