হিন্দোল দে, কলকাতা: শনিবার অর্থাৎ গতকাল তখন বেশ গভীর রাত। ঘড়ির কাঁটায় তখন প্রায় সোয়া দু’টো বেজে গেছে। নিউটাউনের একটি ফ্ল্যাটে আচমকাই হামলা চালায় ৪ যুবক। প্রথমেই দরজা ভেঙে ঢুকে পড়ে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং তারপর ওই ফ্ল্যাটেরই বাসিন্দা দুই বোনকে বেধড়ক মারধর করা হয়। এমনটাই অভিযোগ তুলেছেন ফ্ল্যাটের বাসিন্দা ওই দুই তরুণী। এদিন ফ্ল্যাটে পৌঁছলে দেখা যায় ঘরের বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। ওই দুই তরুণীর অভিযোগ তাঁদের পেটে লাথি মারা হয়, মারধর করে নাক, মুখ ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন দুই বোন। তাঁরা হরিয়ানার বাসিন্দা। ওঁদের মধ্যে ছোট বোনের সঙ্গে গত কয়েক মাস ধরে এক সম্পর্ক গড়ে উঠেছিল চিংড়িহাটার বাসিন্দা শুভ সরকার নামে এক যুবকের। গতকালের হামলায় এই শুভ সরকারই মূল অভিযুক্ত। সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটে। ফলে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন তরুণী। অভিযোগ, তারপর থেকেই বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন ওই অভিযুক্ত। এমনকী অ্যাসিড হামলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তরুণীর। এরইমধ্যে, শনিবার রাতে তাঁদের বাড়িতে চড়াও হয় ওই যুবক। সঙ্গে আরও ৩ যুবককে নিয়ে হামলা চালায় সে। অভিযোগ, তরুণীকে মারধরের পাশাপাশি তাঁর দিদিকেও বেধড়ক মারধর করা হয়। ঘরে মেলে ফোঁটা ফোঁটা রক্তের দাগ।
অভিযোগকারিণীর বক্তব্য, 'সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। তাতেই হুমকি দিতে শুরু করে, মারধর করে। অ্যাসিড হামলার হুমকিও দেয়। অভিযোগকারিণীর দিদি জানাচ্ছেন, 'শুধু বোনকেই নয়, আমাকেও মারধর করেছে। মেরে নাক ফাটিয়ে দিয়েছে। বোনকে লাথি মেরেছে।'
এই ঘটনার পর রাজারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শুভ সরকারকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার বাকি ৩ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।