- তুলসী চারা বাড়ির উঠোনে লাগাতে হবে। তবে আজকাল য়েহেতু জায়গার অভাব, তাই তুলসী চারা ব্যালকনিতেও লাগাতে পারে।
- রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন ও চারপাশ পরিক্রমা করুন।
- রবিবার তুলসী মূলে প্রদীপ জ্বালাবেন না।
- গণেশ ঠাকুর, মা দুর্গা ও শিব ঠাকুরকে তুলসী দিন।
- যখন খুশি তুলসী চারা লাগান, তবে কার্তিক মাস এ জন্য সব থেকে উপযোগী।
- তুলসী গাছ লাগাতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়।
- কাঁটাগাছের সঙ্গে তুলসী চারা লাগাবেন না।
কীভাবে করবেন তুলসীপুজো, জেনে নিন নিয়ম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jul 2020 02:11 PM (IST)
তুলসী পাতা তোলার সময় আগে তাকে প্রণাম করুন, তারপর এই মন্ত্র উচ্চারণ করুন- মহাপ্রসাদ জননী, সর্ব সৌভাগ্যবর্ধিনী, আধি ব্যাধি হরা নিত্যং, তুলসী ত্বং নমোস্তুতে।
NEXT PREV
কলকাতা: হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব বিরাট। তুলসীর ওষধি গুণও প্রচুর। ভগবান বিষ্ণুর সেবা তুলসী ছাড়া অপূর্ণ থাকে। কার্তিক মাসে তুলসী ও শালগ্রাম শিলার বিবাহ দেওয়া হয়। কার্তিক মাসে তুলসী পুজো করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। বাড়িতে থাকা তুলসী চারায় নিয়মিত জল দিলে আর পুজো করলে মন শান্ত থাকে। মানুষ বিশ্বাস করেন, প্রতিদিন ভোরে তুলসী দর্শন করলে শরীর সুস্থ হয়। শাস্ত্র বলছে, তুলসী পুজো ও তার ডাল ভাঙার জন্য কিছু নিয়ম পালন আবশ্যক।