বনগাঁ (উত্তর ২৪ পরগনা): পরিবারের অনুরোধ সত্ত্বেও অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে এল না কেউ। হাসপাতাল চত্বরে পড়ে থেকে মৃত্যু হল করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীর। করোনা আবহে অমানবিক আচরণের অভিযোগ বনগাঁর জীবনরতন ধর মহকুমা হাসপাতালের কর্মী ও অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বনগাঁয় পড়ে থেকে মৃত্যু করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীর। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বনগাঁ জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ভর্তি হন ৬৫ বছরের ওই রোগী। শারীরিক অবস্থার অবনতি হলে, করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। পরিবারের অভিযোগ, সংক্রমণের আশঙ্কায় রোগীকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য কেউ এগিয়ে না আসায়, মাটিতে পড়ে থেকে মৃত্যু হয় তাঁর।
অ্যাম্বুল্যান্সে তোলার জন্য এগিয়ে এল না কেউ, হাসপাতাল চত্বরেই মৃত্যু করোনা সন্দেহে ভর্তি হওয়া রোগীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2020 11:47 AM (IST)
অমানবিক আচরণের অভিযোগ হাসপাতালের কর্মী ও অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -