কলকাতা: হাওড়া থেকে অমৃতসরগামী পাঞ্জাব মেল এক্সপ্রেসে আগুন আতঙ্ক। আগুনের আতঙ্কে হুড়োহুড়ি রেলযাত্রীদের মধ্যে। আতঙ্কের কারণেই পাঞ্জাব মেল এক্সপ্রেস থেকে ঝাঁপ অন্তত ২০ জন যাত্রীর, গুরুতর আহত ৭ জন।
রবিবার উত্তরপ্রদেশের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় এই ঘটনা ঘটে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিলপুরে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, হাওড়া-অমৃতসর মেল এদিন সকালে ওই বিলপুর স্টেশনের কাছে ছিল। সেই সময়েই আগুন আতঙ্ক ছড়ায়।
একটি গুজব ছড়িয়ে পড়ে যে ওই ট্রেনের সাধারণ কামরায় আগুন লেগেছে। সেই সময় হয়তো কেউ এমারজেন্সি ব্রেকের চেন টেনে দেন। গতি আস্তে হতে থাকে ট্রেনের। ট্রেন পুরোপুরি থামার আগেই ট্রেন থেকে লাফ দেন বেশ কয়েকজন। জিআরপি সূত্রের খবর, আহতদের শাহজাহানপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
কেন এমন ঘটনা?
হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নর্দান রেলওয়ের মুখপাত্র কুলতার সিংহ জানিয়েছেন, কোনও দুষ্কৃতী বা যাত্রীদের মধ্যে কেউ কেউ অগ্নিনির্বাপক যন্ত্র খুলে ব্যবহার করে। সেই কারণেই আগুন লেগেছে বলে মনে করে ফেলেন অনেকে। সেভাবেই গুজব ছড়ায় এবং এমন ঘটনা ঘটে। চলন্ত সাধারণ কামরায় আগুন লেগেছে ভেবে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরপিএফ এখন এই ঘটনার তদন্ত করছে।
গত বেশ কিছুদিন ধরেই বারবার সামনে আসছে দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনার বিষয়টি। এর আগে গতবছর করমন্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তারপর কদিন আগেই এনজেপির কাছে দূরপাল্লার ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই রেল সংক্রান্ত নানা অভিযোগের কথা সামনে এসেছিল। একই লাইনে এসে গিয়েছিল ২টি ট্রেন। এর কদিন পরেই এনজেপির কাছে ওই একই জায়গায় দুর্ঘটনায় পড়ে রেল। এর সঙ্গেই আরও নানা জায়গায় রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও মৃত্যুর ঘটনা ঘটেছিল। মালগাড়ি বেলাইন হওয়ার ঘটনাও সামনে এসেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কড়া শাস্তি চান সৌরভ, কী বললেন শহরের নিরাপত্তা নিয়ে?