অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ-দর্শন। সকালে হাওড়া থেকে ট্রেনে উঠলে দুপুরের মধ্যেই পৌঁছনো যাবে পুরীতে। সৌজন্য়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আগামীকাল বৃহস্পতিবার, পুরী থেকে উদ্বোধনী যাত্রা শুরু করছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বুকিং (Ticket Booking)।


সাড়ে ৭ ঘণ্টায় পাহাড় দর্শনের পর এবার সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র দর্শন। এর আগে হাওড়া থেকে এনজেপি (HWH-NJP) বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করা হয়েছে। এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হল। বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হবে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন, বন্দে ভারত। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ওইদিন পুরী (Puri) থেকে শুরু হবে প্রিমিয়াম ট্রেনের উদ্বোধনী যাত্রা। হাওড়া এবং পুরী থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে বন্দে ভারত। 


২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।


কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন:
হাওড়া থেকে ছেড়ে পুরীগামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুর (Kharagpur Station) স্টেশনে। তারপরেই ঢুকে যাবে ওড়িশায় (Odisha)। তার পরে বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর স্টেশনে দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত। তারপরে খুরদা রোডে দাঁড়াবে ট্রেনটি।


১৬ কামরার বন্দে ভারতে দুইটি শ্রেণি থাকবে। একটি সাধারণ শ্রেণি এবং অপরটি এগজ়িকিউটিভ শ্রেণি। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে সেই ভাড়া বাবদ খরচ পড়বে ২ হাজার ৪২০ টাকা। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে তাতে পুরী যেতে এখব সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। ফলে বন্দে ভারত এক্সপ্রেসে সময় বাঁচবে অনেকটাই। 


গতি কত?
হাওড়া-পুরী (HWH-Puri) শাখায় বন্দে ভারতের গড় গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি। ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারতের টিকিট বুকিং শুরু হয়েছে বুধবার থেকেই।


আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!