নয়াদিল্লি: দেশের নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যখন নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে বিক্ষোভ, প্রতিবাদে সরগরম, সেসময় শিক্ষাঙ্গনকে রাজনীতির বাইরে রাখারজ আবেদন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’। বিভিন্ন পরিষদীয় সংস্থার প্রিসাইডিং অফিসারদের দুদিনের এক সম্মেলনের ফাঁকে তিনি বলেন, হাতজোড় করে রাজনৈতিক দলগুলিকে আবেদন করছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে রাজনীতি থেকে দূরে রাখুন।
নয়া নাগরিকত্ব আইন সংসদে পাশ হওয়ার পর থেকেই ধর্মীয় পরিচিতির ভিত্তিতে নরেন্দ্র মোদী সরকার কারা দেশের নাগরিক হবেন, কারা হবেন না, তা নির্ধারণ করতে চাইছে, এটা সংবিধানের মর্মবস্তুর পরিপন্থী বলে সওয়াল করে পড়ুয়ারা সরব হচ্ছেন। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মোকাবিলায় পুলিশি দমনপীড়নের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জোর করে ঢুকে পড়ুয়াদের নির্বিচারে মারধর করায় অভিযুক্ত পুলিশ। ছাত্রছাত্রীদের বিক্ষোভের মধ্যেই রবিবার জামিয়া মিলিয়ার কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিবাদীদের। সরকারি বাস, পুলিশের গাড়িতেও আগুন ধরানো হয়। ছাত্র, পুলিশ, দমকলকর্মী মিলিয়ে প্রায় ৬০ জন জখম হয়। রবিবার আলিগড়েও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সংশোধনী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। ক্যাম্পাসের গেটে তাদের সঙ্গে সংঘর্ষ হয় পড়ুয়াদের। অন্তত ৬০ পড়ুয়া জখম হয়। তার জেরে ৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জামিয়া, আলিগড়ের পড়ুয়াদের সমর্থনে দেশের বিভিন্ন শহরে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা মিছিল করছেন।
এই প্রেক্ষাপটে দেশের ভবিষ্যত্ নির্মাণ করে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যে কোনও দেশের কাছে গুরুত্বপূর্ণ বলে সওয়াল করে পোখরিয়াল বলেন, পড়ুয়ারা দেশের সম্পদ। ওদের আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং মোদি সরকার ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত কাজ করছে।
প্রসঙ্গত, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ছাত্রসমাজ ও নানা মহলের তীব্র, এমনকী কোথাও কোথাও হিংসাত্মক প্রতিবাদ, বিক্ষোভের প্রেক্ষিতে দেশবাসীকে জনসাধারণকে শান্তি, শৃঙ্খলা, ঐক্যসংহতি, ভ্রাতৃত্ব বজায় রাখতে, গুজব-জল্পনা, অনুমান, মিথ্যা প্রচার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী পড়ুয়া-বিক্ষোভ: রাজনীতি থেকে দূরে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, রাজনৈতিক দলগুলিকে আবেদন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2019 03:29 PM (IST)
এই প্রেক্ষাপটে দেশের ভবিষ্যত্ নির্মাণ করে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি যে কোনও দেশের কাছে গুরুত্বপূর্ণ বলে সওয়াল করে পোখরিয়াল বলেন, পড়ুয়ারা দেশের সম্পদ। ওদের আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং মোদি সরকার ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিনরাত কাজ করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -